দক্ষিণ আ্রফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ
নতুন চোটে দীর্ঘ হলো দক্ষিণ আফ্রিকার এই পেসারের অপেক্ষার প্রহর।
Published : 14 Nov 2024, 06:45 PM
বিশ্রামে গিয়ে নতুন করে চোট পেলেন লুঙ্গি এনগিডি। যার ফলে সামনের দুই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকান পেসার। নতুন বছরের আগে আর মাঠে পাওয়া যাবে না তাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এনগিডির চোটের খবর জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। কুঁচকির চোটে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দুটিতে খেলতে পারবেন না তিনি।
বাংলাদেশ সফরের টেস্ট দলে ছিলেন এনগিডি। কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। পরে দেশে ফিরে গেলে সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ‘কন্ডিশনিং ব্রেক’ হিসেবে বিশ্রাম দেওয়া হয় ২৮ বছর বয়সী পেসারকে।
নিজেকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার এই বিরতিতে বোর্ডের চিকিৎসা বিভাগের পরীক্ষা-নিরীক্ষায় তার কুঁচকির চোট ধরা পড়ে। তাই নতুন করে শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। দক্ষিণ আফ্রিকার আশা, জানুয়ারিতে মাঠে ফিরতে পারবেন এনগিডি।
একই বিবৃতিতে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার সবশেষ অবস্থাও জানিয়েছে সিএসএ। কাঁধের চোটের সঙ্গে লড়াইয়ে জয়ের খুব কাছেই আছেন বাভুমা। আগামী সোমবার ফিটনেস পরীক্ষার পর শ্রীলঙ্কা সিরিজে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।