ত্রিদেশীয় সিরিজ
আর্থিক জরিমানার পাশাপাশি শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল ও কামরান গুলামের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
Published : 13 Feb 2025, 04:31 PM
আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল ও কামরান গুলাম। পাকিস্তানের এই তিন ক্রিকেটারকে বিভিন্ন মাত্রায় জরিমানা করা হয়েছে।
একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তাদের নামের পাশে। বৃহস্পতিবার বিবৃতিতে এসব শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
ত্রিদেশীয় সিরিজে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসির আচরণবিধি ভাঙেন আফ্রিদি, শাকিল ও কামরান। যে কারণে পাকিস্তান পেসার আফ্রিদিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর শাকিল ও কামরানকে গুনতে হবে ১০ শতাংশ জরিমানা।
ম্যাচের ২৮তম ওভারে সিঙ্গেল নেওয়ার জন্য দৌড় দেন ম্যাথু ব্রিটস্কি। তখন ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানকে বাধা দেন বোলার আফ্রিদি। এতে দুইজনের শরীরে ধাক্কা লাগে এবং তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরের ওভারেই শাকিল ও কামরান লঙ্ঘন করেন আচরণবিধি। টেম্বা বাভুমাকে রানআউট করার পর ব্যাটসম্যানের অনেকটা কাছে গিয়ে বুনো উল্লাস করেন শাকিল ও বদলি ফিল্ডার কামরান।
তিনজন ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচটিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ড গড়ে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য মোহাম্মদ রিজওয়ান ও সালমানের সেঞ্চুরি ও রেকর্ডগড়া জুটিতে ৬ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে যায় পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামী শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়বে তারা।