টি-টোয়েন্টি বিশ্বকাপ
সাকিব আল হাসানের ফিফটির পর মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের দারুণ বোলিংয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ।
Published : 13 Jun 2024, 08:14 PM
২৫ রানের জয়
শেষ ওভারে প্রায় অসম্ভব ৩৩ রানের পথে ছুটতেই পারল না নেদারল্যান্ডস। কেবল ৭ রান দিলেন তাসকিন আহমেদ। ম্যাচের শেষ বলে চমৎকার এক স্লোয়ারে বোল্ড করে দিলেন টিম প্রিঙ্গলকে। ১০ বলে কেবল ১ রান করেন ডাচ ব্যাটসম্যান।
বাংলাদেশের ১৫৯ রান তাড়ায় নেদারল্যান্ডস থামে ১৩৪ রানে।
২৫ রানের জয়ে ডাচদের সঙ্গে ব্যবধান বাড়াল বাংলাদেশ। দুই জয়ে পাওয়া ৪ পয়েন্টে উজ্জ্বল হলো সুপার এইটের আশা। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা নেদারল্যান্ডসের এখন নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে। একই সঙ্গে কামনা করতে হবে নেপালের বিপক্ষে বাংলাদেশের হার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, আরিয়ান ৪-০-১৭-২, মেকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডে লেডে ৩-০-৩১-০, প্রিঙ্গল ৩-০-২৬-১)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৪/৮ (লেভিট ১৮, ও'ডাওড ১২, ভিক্রাম ২৬, এঙ্গেলব্রেশট ৩৩, এডওয়ার্ডস ২৫, ডে লেডে ০, ফন বিক ২, প্রিঙ্গল ১, আরিয়ান ১৫*; মুস্তাফিজ ৪-০-১২-১, তানজিম ৩-০-২৩-১, তাসকিন ৪-০-৩০-২, সাকিব ৪-০-২৯-০, রিশাদ ৪-০-৩৩-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-১)
ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান
ডেথ ওভারে দুর্দান্ত মুস্তাফিজ
১৭ ও ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। উইকেট কেবল একটি নিলেও রান দিলেন কেবল ৪!
১৭ ওভারে ১ রানে ১ উইকেট নিয়েছিলেন। ১৯তম ওভারে দিলেন কেবল ৩।
জয়ের জন্য শেষ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ৩৩ রান।
রিশাদের আরেকটি
দ্রুত ৩ উইকেট হারানো নেদারল্যান্ডস তাকিয়ে ছিল লোগান ফন বিকের দিকে। কিন্তু দলকে হতাশ করলেন তিনি। রিশাদ হোসেনকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় দিলেন ফিরতি ক্যাচ।
লেগ স্পিনারের বলে স্লগ সুইপ করেছিলেন ফন বিক। টাইমিং করতে পারেননি একেবারেই। উপরের কানায় লেগে উঠে যায় আকাশে। রিশাদ নিজেই মুঠোয় নেন বল।
৩ বলে ২ রান করেন ফন বিক।
১৮ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ৭ উইকেটে ১২৪। ক্রিজে আরিয়ান দত্তের সঙ্গী টিম প্রিঙ্গল।
বিপজ্জনক এডওয়ার্ডসকে ফেরালেন মুস্তাফিজ
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। তার চমৎকার ডেলিভারিতে ফিরে গেলেন স্কট এডওয়ার্ডস।
আগে থেকেই নেদারল্যান্ডস অধিনায়ক ঠিক করে রেখেছিলেন লেগে খেলবেন। কিন্তু ঠিক মতো পারেননি, সহজ ক্যাচ যায় থার্ড ম্যানে! ২৩ বলে দুই চারে ২৫ রান করেন এডওয়ার্ডস।
রিশাদের জোড়া ধাক্কা
প্রথম ওভারে খরুচে বোলিংয়ের পর নিজেকে ফিরে পাওয়া রিশাদ হোসেন তিন বলের মধ্যে নিলেন দুই উইকেট।
নিজের তৃতীয় ওভারের প্রথম ৩ বলে দিয়েছিলেন ৭ রান। পরে তিন বলের মধ্যে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও বাস ডে লেডেকে ফিরয়ে দিলেন তিনি।
ছক্কার চেষ্টায় সীমানায় তানজিম হাসানের হাতে ধরা পড়েন এঙ্গেলব্রেশট। চোখে সূর্য পড়ায় শেষ মুহূর্তে চোখ ফিরিয়ে নিয়েছিলেন ফিল্ডার। কিন্তু ভাগ্য ভালো তার, বলের দিকে না তাকিয়েও নেন মুঠোতেই। ভাঙে ৩১ বল স্থায়ী ৪২ রানের জুটি।
এক বল পর স্টাম্পড হয়ে যান ডে লেডে। একটুর জন্য ভারসাম্য হারিয়েছিলেন ব্যাটসম্যান। পা চলে গিয়েছিল বাইরে। সেই সুযোগটাই দারুণ তৎপরাতায় কাজে লাগান লিটন দাস।
১৫ ওভারে নেদারল্যান্ডসের রান ৫ উইকেটে ১১১। ক্রিজে স্কট এডওয়ার্ডসের সঙ্গী লোগান ফন বিক।
ভিক্রামকে ফেরালেন মাহমুদউল্লাহ
দুই স্পিনার খরুচে বোলিং করলেও আক্রমণ নতুন একজন স্পিনারকে আনলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন মাহমুদউল্লাহ। দ্রুত এগোনো ভিক্রাম সিংকে ফিরিয়ে ভাঙলেন জুটি।
সাকিব আল হাসানকে পরপর দুই বলে ছক্কায় ওড়ানোর পর রিশাদ হোসেনের বলও উড়িয়ে সীমানার বাইরে পাঠিয়েছিলেন ভিক্রাম। একই চেষ্টা করেছিলেন মাহমুদউল্লাহর বলে। তবে বেরিয়ে এসে বাড়তি বাউন্স করা বলের নাগাল পাননি। স্টাম্পিংয়ের সহজ সুযোগ কাজে লাগান লিটন দাস। ভাঙে ২৩ বল স্থায়ী ৩৭ রানের জুটি।
১৬ বলে তিন ছক্কায় ২৬ রান করেন ভিক্রাম।
১০ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩ উইকেটে ৭৪ রান। তাদের চাই আর ৮৬ রান।
ক্রিজে সাইব্রান্ড এঙ্গেলব্রেশটের সঙ্গী অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
রান আউটের সুযোগ হাতছাড়া
মুস্তাফিজুর রহমানের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেন সাইব্রান্ড এঙ্গেলব্রেশট। তার দিকে না তাকিয়েই রানের জন্য দৌড় লাগান ভিক্রাম সিং। দৌড় শুরু করতে সময় লেগে যায় এঙ্গেলব্রেশটের।
তিনি মাঝপথে থাকতেই থ্রো করার সুযোগ পান মুস্তাফিজ। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে পারেননি বাঁহাতি পেসার। ফলে অল্পের জন্য বেঁচে যান ৫ রানে থাকা এঙ্গেলব্রেশট।
৮ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ৩ উইকেটে ৫৪ রান। এই প্রথম কোনো ওভারে বাউন্ডারি পেল না নেদারল্যান্ডস।
ও'ডাওডকে ফেরালেন তানজিম
শুরু থেকেই রানের জন্য ধুঁকতে থাকা ম্যাক্স ও'ডাওডকে তানজিম হাসানকে ড্রেসিং রুমে ফিরিয়ে দিলেন তানজিম হাসান। স্লোয়ার ডেলিভারি সজোরে মেরে বোলারের হাতে ফিরতি ক্যাচ দিলেন ও'ডাওড। ৩ চারে ১২ রান করতে তিনি খেলেন ১৬ বল।
পাওয়ার প্লে শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ২ উইকেটে ৩৬ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান ভিক্রাম সিং ও সাইব্রান্ড এঙ্গেলব্রেশট।
ব্রেক থ্রু দিলেন তাসকিন
পঞ্চম ওভারে উদ্বোধনী জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের ব্যাক অব লেংথ ডেলিভারি জায়গা বানিয়ে খেলার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন মাইকেল লেভিট। পয়েন্টে সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
১৬ বলে ১৮ রান করে ফেরেন ডাচ ওপেনার। তিন নম্বরে নামলেন ভিক্রাম সিং।
৪.২ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। ম্যাক্স ও'ডাওড ১০ বলে ৪ রানে অপরাজিত।
দ্বিতীয় ওভারেই 'সতর্কতা' দেখল বাংলাদেশ
মুস্তাফিজুর রহমানের প্রথম ওভার শেষ হওয়ার পর কিছুটা সময় নিয়ে নিলেন নাজমুল হোসেন শান্ত। নতুন ওভার শুরু করতে পেরিয়ে গেল এক মিনিটের বেশি। তাই স্টপ ক্লকের নিয়মের আওতায় প্রথম সতর্কতা দেওয়া হলো বাংলাদেশকে।
বাকি ওভারগুলোর মধ্যে আর দুবার একই ভুল করলে ৫ রান পেনাল্টি গুনতে হবে তাদের।
২ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান। মাইকেল লেভিট ৬ ও ম্যাক্স ও'ডাওড ৪ রানে অপরাজিত।
২৭ ম্যাচ পর প্রথম ওভারে মুস্তাফিজ
২০২২ সালের এশিয়া কাপে সবশেষ প্রথম ওভার করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রায় ২১ মাস ও ২৭ ম্যাচ পর তাকে দিয়ে বোলিং শুরু করলেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় বলে বাউন্ডারি হজম করলেও ৫ রানে বেশি দেননি মুস্তাফিজ।
১৬০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সাকিব আল হাসানের দীর্ঘ অপেক্ষা ঘোচার দিন ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করাল বাংলাদেশ। প্রায় ২১ মাস ও ১৯ ইনিংস পর পঞ্চাশ ছুঁয়ে ৪৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ১৩তম ফিফটি এটি। বিশ্বকাপে চতুর্থ। এদিন এই সংস্করণে প্রথম বাংলাদেশি হিসেবে ২ হাজার ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ অলরাউন্ডার।
নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের আরও একটি ব্যর্থতার দিন তানজিদ হাসান খেলেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস। চার নম্বরে নেমে একপ্রান্ত ধরে রেখে ৩৮ বলে ফিফটি করেন সাকিব। পরের ৮ বলে নেন আরও ১৪ রান।
এছাড়া মাহমুদউল্লাহ ২১ বলে ২৫ ও জাকের আলি খেলেন ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস।
নেদারল্যান্ডসের পক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট নেন পল ফন মেকেরেন। আরিয়ান দত্ত ১৭ রানে ধরেন সমান ২ শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, আরিয়ান ৪-০-১৭-২, মেকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডে লেডে ৩-০-৩১-০, প্রিঙ্গেল ৩-০-২৬-১)
মাহমুদউল্লাহকে ফেরালেন মেকেরেন
পল ফন মেকেরেনের ব্যাক অব লেংথ ডেলিভারি ছক্কার চেষ্টায় কাঙ্ক্ষিত দূরত্বে পাঠাতে পারলেন না মাহমুদউল্লাহ। ডিপ ব্যাক স্কয়ার লেগ সীমানায় লাফিয়ে দারুণ ক্যাচ নিলেন সাইব্রান্ড এঙ্গেলব্রেশট।
২টি করে চার-ছক্কায় ২১ বলে ২৫ রান করে ফেরেন মাহমুদউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৩২ বলে ৪১ রানের পঞ্চম উইকেট জুটি।
১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। সাকিব আল হাসান ৩৯ বলে ৫১ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান জাকের আলি।
১৯ ইনিংস পর সাকিবের ফিফটি
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৬৮ রানের ইনিংসের পর যেন ফিফটি করতে ভুলেই গিয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় ২১ মাস ও ১৯ ইনিংস পর আবার পঞ্চাশ ছুঁলেন অভিজ্ঞ অলরাউন্ডার।
৩৮ বলে ৭ চারে ক্যারিয়ারের ১৩তম ফিফটি পূর্ণ করেন সাকিব। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
মাহমুদউল্লাহর ২০০ ছক্কা
একশ ছোঁয়ার পর রানের জন্য ধুঁকছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। লোগান ফন বিকের স্লোয়ারে ছক্কা মেরে চাপ সরালেন মাহমুদউল্লাহ। একইসঙ্গে ছুঁলেন বিশ ওভারের ক্রিকেটে দুইশ ছক্কার মাইলফলক।
পরের ওভারে টিম প্রিঙ্গেলের বলে আরেকটি ছক্কা মারেন অভিজ্ঞ ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ ছক্কা মারা তৃতীয় বাংলাদেশি তিনি। আগের দুজন তামিম ইকবাল (২৩৫) ও সাকিব আল হাসান (২০৯)।
১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। মাহমুদউল্লাহ ১৯ বলে ২৪ ও সাকিব ৩৭ বলে ৪৯ রানে অপরাজিত।
১৪ ওভারে একশ
ভালো সংগ্রহের ভিত পেয়ে গেছে বাংলাদেশ। চতুর্দশ ওভারে তারা পূর্ণ করেছে একশ রান।
১৪ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১০২ রান। সাকিব আল হাসান ৩৩ বলে ৪৫ ও মাহমুদউল্লাহ ৮ বলে ৬ রানে খেলছেন।
অল্পেই ফিরলেন হৃদয়
ক্রিজে যাওয়ার পর তেমন ছন্দ পাচ্ছিলেন না তাওহিদ হৃদয়। টিম প্রিঙ্গেলের বলে জায়গা বানিয়ে খেলার চেষ্টায় শেষ পর্যন্ত বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন তিনি। ১৫ বলে করলেন ৯ রান। নেই কোনো বাউন্ডারি।
১২.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯০ রান। সাকিব আল হাসান ২৮ বলে ৩৮ রানে খেলছেন। নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।
মাঝপথে ৩ উইকেটে ৭৬
দারুণ পাওয়ার প্লে কাটানোর পর কিছুটা থেমেছে বাংলাদেশের রানের গতি। পরের ৪ ওভারে তানজিদ হাসানের উইকেট হারিয়ে তারা করতে পেরেছে ২২ রান।
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। সাকিব আল হাসান ২৩ বলে ৩১ ও তাওহিদ হৃদয় ৬ বলে ৩ রানে খেলছেন।
তানজিদকে ফিরিয়ে জুটি ভাঙলেন মেকেরেন
পল ফন মেকেরেনের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বিপদ ডেকে আনলেন তানজিদ হাসান। বাতাসের বিরুদ্ধে মেরে ডিপ স্কয়ার লেগ সীমানার অনেক ভেতরে বাস ডে লেডের হাতে ধরা পড়লেন তরুণ ওপেনার।
৫ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৫ রান করে ফিরলেন তানজিদ। তার বিদায়ে ভাঙল ৪৮ রানের তৃতীয় উইকেট জুটি। পাঁচ নম্বরে নামলেন তাওহিদ হৃদয়।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। ২০ বলে ২৯ রানে অপরাজিত সাকিব আল হাসান।
পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৪
দ্রুত দুই উইকেট হারালেও চাপ পড়তে দিলেন না তানজিদ হাসান ও সাকিব আল হাসান। দুজনের পাল্টা আক্রমণে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৫৪ রান করল বাংলাদেশ।
তৃতীয় ওভারে ভিভিয়ান কিংমার বলে দুই চারের সঙ্গে এক ছক্কায় ১৮ রান নেন তানজিদ। পাওয়ার প্লের শেষ ওভারে লোগান ফন বিকের বলে সাকিব মারেন ৪টি চার। সব মিলিয়ে আসে ১৯ রান।
তানজিদ ১৮ বলে ২৩ ও সাকিব ১৩ বলে ২৫ রানে অপরাজিত।
এঙ্গেলব্রেশটের দুর্দান্ত ক্যাচে লিটনের বিদায়
টিকতে পারলেন না লিটন কুমার দাস। আরিয়ান দত্তের বল সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন ২ বলে ১ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অনেকটা পথ দৌড়ে বাম দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নিলেন সাইব্রান্ড এঙ্গেলব্রেশট।
৩.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৩ রান। ১৪ বলে ১৮ রানে খেলছেন তানজিদ হাসান। নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।.
শুরুতেই ফিরলেন শান্ত
বাংলাদেশ দলে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য দেখে আরিয়ান দত্তকে একাদশে ফিরিয়েছিল নেদারল্যান্ডস। প্রথম ওভারেই 'ম্যাচ আপ'-র সুবিধা নিলেন আরিয়ান। দ্বিতীয় বলে তিনি নিলেন নাজমুল হোসেন শান্তর উইকেট।
অফ স্টাম্পের বাইরের বল রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ১ রান করা বাংলাদেশ অধিনায়ক।
ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। আরেক ওপেনার তানজিদ হাসান ৫ বলে এখনও রানের খাতা খুলতে পারেননি।
নেদারল্যান্ডস একাদশে এক পরিবর্তন
নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। তেজা নিদামানুরুর জায়গায় অফ স্পিনার আরিয়ান দত্তকে দলে নিয়েছে তারা।
নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও'ডাওড, ভিক্রাম সিং, সাইব্রান্ড এঙ্গেলব্রেশট, স্কট এডওয়ার্ডস, বাস ডে লেডে, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, ভিভিয়ান কিংমা।
বাংলাদেশের অপরিবর্তিত একাদশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। বাম হাতের চোটে শুরুর দিকে ছিটকে যাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে বাইরেই রাখা হয়েছে আরও এক ম্যাচ। টিকে গেছেন সৌম্য সরকারের জায়গায় খেলা জাকের আলি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরপর দুই ম্যাচে টস হারলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন স্কটল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আগে ব্যাটিং নিয়ে তাদের সমস্যা নেই। তবে শুরুর দিকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি।
৩০ মিনিট পিছিয়ে গেল টস, খেলা ১৫ মিনিট
নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে টস। এর ১৫ মিনিট পর রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে খেলা।
বৃষ্টিতে টসে দেরি
টস হওয়ার নির্ধারিত সময়ের ঠিক আগে শুরু হলো বৃষ্টি। তাই পিছিয়ে গেল টস। বৃষ্টি থামার পর হবে টস।
এবার ক্যারিবিয়ানে বাংলাদেশের ডাচ-পরীক্ষা
যুক্তরাষ্ট্রে দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় নিয়ে এবার বিশ্বকাপের ক্যারিবিয়ান পর্বে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শুরু খেলা।
দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে পেয়েছে একটি জয়। সুপার এইটের টিকেট পেতে তাই দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রায় দশ বছর পর কিংসটাউনের এই মাঠে হবে আন্তর্জাতিক ম্যাচ। তাই উইকেট ও কন্ডিশনের অনিশ্চয়তা মাথায় রেখেই খেলতে হবে দুই দলকে। পরিসংখ্যানে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে তারা। এর দুটি আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে দুই দলের সবশেষ লড়াইয়ে জিতেছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচ থেকে প্রেরণা নিতে পারে ডাচরা।