ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজেই সাফল্যের দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ।
Published : 11 Mar 2023, 08:07 PM
ঐচ্ছিক বলা হলেও শনিবার পুরো দল নিয়েই মিরপুরে অনুশীলন করেছে ইংল্যান্ড। রুটিন মেনে সবকিছুতেই দিয়েছে পূর্ণ গুরুত্ব। বোঝা যাচ্ছিল, প্রথম ম্যাচ হেরে সিরিজ বাঁচানোর অভিযানে নিজেদের প্রস্তুতিতে কোনো ছাড় দিতে রাজি নয় সফরকারীরা। একই অবস্থা স্বাগতিক শিবিরেও। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের দুয়ারে দাঁড়িয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে সাকিব আল হাসানের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা তিনটায়।
সকালে অনুশীলনে এসে প্রথমে গা গরমের ফুটবল খেলেছেন সাকিবরা। পরে মূল মাঠে ক্যাচিং করে ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন তারা। অধিনায়ক স্রেফ সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন।
ইংলিশদের অনুশীলনের শুরুতেও ছিল নিজেদের মধ্যে ফুটবল খেলার অংশ। এরপর পেসাররা সেন্টার উইকেটের পাশে বোলিং করেন আর ব্যাটসম্যানরা প্রস্তুতি সারেন একাডেমি মাঠে। ঐচ্ছিক অনুশীলনেও জস বাটলার, দাভিদ মালানরা ছিলেন সিরিয়াস মুডে। এর কারণটা সহজেই অনুমেয়।
চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের সামনে সিরিজ নিজেদের করার হাতছানি। মিরপুরে বাকি দুই ম্যাচের একটি জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজেই বাজিমাত করবেন সাকিবরা।
বিশ ওভারের সংস্করণে এমনিতেই বাংলাদেশের সাফল্য নেই খুব একটা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সিরিজ জয়ের নজির আছে স্রেফ অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটি নিজেদের হোম কন্ডিশনে, স্পিন মঞ্চ সাজিয়ে।
ওই দুই সিরিজের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ সাকিব। তিনি বলেছিলেন, এমন উইকেটে খেললে যে কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।
তবে এবার ইংল্যান্ডের বিপক্ষে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। চট্টগ্রামে জেতা ম্যাচে উইকেট-কন্ডিশনের চেয়ে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সই ছিল আলোচনার কেন্দ্রে। ওই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন বিভাগেই দারুণ প্রদর্শনী করেছে সাকিবের দল।
ওই ম্যাচের মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হাসান মাহমুদ। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে দলের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা দেন তিনি।
“আমরা ইনশাআল্লাহ্ সিরিজ জিতব। আমরা ওদেরকে প্রথম ম্যাচে হারিয়েছি। এখন মোমেন্টাম অবশ্যই আমাদের দিকে। চেষ্টা থাকবে এটা ধরে রাখার। ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। দলে সবাই আমরা তরুণ। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।”
মিরপুরের উইকেট এমনিতে কিছুটা মন্থর ও স্পিন সহায়ক হয়ে থাকে। তবে সবশেষ বিপিএলে প্রায় সব ম্যাচেই খেলা হয়েছে স্পোর্টিং উইকেটে। টুর্নামেন্টের শেষ পাঁচ ম্যাচে এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় স্কোর ছিল ১৬৪ রান।
হাসানের আশা, এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেও উইকেটের আচরণ নিয়ে বেশি ভাবতে হবে না তাদের।
“মিরপুরে খেলা যেহেতু হবে, অবশ্যই ভালো উইকেটেই হবে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। ওদেরকে চট্টগ্রামে হারিয়েছি। চেষ্টা থাকবে ওদেরকে এখানেও হারানোর।”
প্রথম ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ডের বিপদ বাড়িয়েছে চোট সমস্যা। চোটের কারণে সফরে আসতে পারেননি টম অ্যাবেল। পরে চোটের জন্য ওয়ানডে সিরিজের মাঝপথে ছিটকে যান উইল জ্যাকস। ফলে ১৩ জনের স্কোয়াড থেকে নিজেদের সেরা একাদশ বাছাই করতে হবে ইংলিশদের।
যে কারণে প্রথম টি-টোয়েন্টিতে তাদের একাদশে স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন স্রেফ ৪ জন। এক গাদা অলরাউন্ডার নিয়ে নেমে ব্যাটিংয়ে ভুগতে হয় তাদের। তবে এক ঝাঁক অলরাউন্ডার থাকায় বোলিংয়ে অনেক বিকল্প থাকবে জস বাটলারের সামনে। মিরপুরের ‘ট্রিকি’ উইকেটে সেটা বাংলাদেশের ভাবনার কারণও হতে পারে।