টি-টোয়েন্টি বিশ্বকাপ
খেলোয়াড়রা কীভাবে তাদের খেলাটাকে এগিয়ে নেবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মনে করেন গ্যারি কার্স্টেন।
Published : 11 Jun 2024, 01:11 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের কড়া বার্তা দিলেন কোচ গ্যারি কার্স্টেন। তার মতে, আরও উন্নতি করতে না পারলে আধুনিক ক্রিকেট থেকে পেছনে পড়ে থাকবে তারা।
নিউ ইয়র্কে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২০ রানের লক্ষ্য তাড়ায় অবিশ্বাস্যভাবে ৬ রানে হেরে যায় পাকিস্তান। আগের সপ্তাহে তারা সুপার ওভারে হেরে যায় আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে গত আসরের রানার্সআপরা।
ভারতের বিপক্ষে হারের পর কার্স্টেনের কাছে জানতে চাওয়া হয়, তার দল নিজেদের বেশি চাপের মধ্যে ফেলেছে কি-না। কোচ স্বীকার করে নেন তা।
“ঠিকই বলেছেন। এই ছেলেরা সবাই আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় এবং তারা জানে যে, সেরাটা না দিতে পারলে তাদের ওপর চাপ তৈরি হয়। এটা বোধগম্য, কিন্তু এই ছেলেরা বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে অনেক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে। তারা নিজেদের খেলাটা কীভাবে এগিয়ে নেবে, সেটা তাদেরই ঠিক করতে হবে।”
কার্স্টেন কারও নাম উল্লেখ করেননি। তবে এই নিয়ে টি-টোয়েন্টির তিনটি বিশ্ব আসরে অনেক খেলোয়াড়কেই ধরে রেখেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে একাদশের সাত জন ছিলেন ২০২১ আসরের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে। রোববারের ম্যাচের একাদশের ছয় জন খেলেছিলেন গত আসরের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে।
গত এপ্রিলে পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব নেওয়া কার্স্টেন দলের পরিস্থিতি বোঝার জন্য আরও সময় নিতে চান। খেলাটির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের নিজেদেরও উন্নতির তাগিদ দিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
“যেমনটা বলেছি, আমি মাত্র কয়েকদিন আগে (দলের দায়িত্বে) এসেছি। আমি দলে সবকিছুর দিকে নজর দিচ্ছি এবং সমস্যাগুলো কী, তা বোঝার চেষ্টা করছি। এই খেলোয়াড়দের খেলা অনেক বছর ধরে টিভিতে দেখেছি। তারা দারুণ। তারা তাদের দেশের জন্য খেলছে, তাই তারা সত্যি অনেক উদগ্রীব।”
“আমি মনে করি, প্রতিটি আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন খেলোয়াড় হিসেবে প্রতিনিয়ত বিকশিত হওয়া, উন্নতি চালিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার দাবি কী, তা বুঝতে পারা। খেলাটি প্রতি বছর অনেক বেশি পরিবর্তিত হচ্ছে। তাই যদি নিজের উন্নতি না করেন, তাহলে নিজেকে হারিয়ে ফেলবেন।”
পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার, কানাডার বিপক্ষে।