পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ গ্রহণ করে দুই টেস্ট খেলতে আগেভাগেই উড়াল দিচ্ছে বাংলাদেশ।
Published : 10 Aug 2024, 10:04 PM
এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ টেস্ট দলের পাকিস্তান সফরের দিনক্ষণ। চার দিন এগিয়ে সোমবার দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। তবে ম্যাচের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার এই খবর জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণ পাঠায়। সেটি গ্রহণ করে আগেভাগে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে রাজি হয় বিসিবি।
পূর্ব নির্ধারিত সূচিতে ১৭ অগাস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। এখন নতুন সূচিতে সোমবার (১৩ অগাস্ট) সকালে লাহোরে পৌঁছে যাবে তারা। পরে ১৬ অগাস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন।
এরপর ১৭ অগাস্ট ইসলামাবাদে যাবে বাংলাদেশ। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে টেস্ট সিরিজের খেলা।
ইসলামাবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ শুরু হবে ২১ অগাস্ট। পরে করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু ৩০ অগাস্ট। জানা গেছে, রোববার এই সিরিজের জন্য দল ঘোষণা করবেন জাতীয় দলের নির্বাচকরা।
বাংলাদেশ দলের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতেই মূলত আগেভাগে তাদের দেশে চলে যাওয়ার আমন্ত্রণ জানায় পিসিবি। এই সুযোগ করে দেওয়ায় বিবৃতিতে ওই দেশের ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।
২০২০ সালের পর এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। চার বছর আগের সফরে তিন টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলে তারা। মাঝে ২০২৩ সালের এশিয়া কাপের দুটি ম্যাচ খেলতেও পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ।
জাতীয় দলের আগে শুক্রবার (৯ অগাস্ট) পাকিস্তান চলে গিয়েছে বাংলাদেশ 'এ' দল। দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।