দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট তো বটেই, পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন ডানহাতি এই পেসার।
Published : 01 Dec 2024, 08:22 PM
পেস বোলিং বিভাগে শক্তি কমল দক্ষিণ আফ্রিকার। ভিয়ান মুল্ডারের পর এবার তারা হারাল জেরল্ড কুটসিয়াকে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট তো বটেই, পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন ডানহাতি এই পেসার।
২৪ বছর বয়সী কুটসিয়ার বদলি হিসেবে তরুণ পেসার কিউনা মাফাকাকে দলে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।
লঙ্কানদের ২৩৩ রানে হারানো ডারবান টেস্টের চতুর্থ দিন কুঁচকিতে চোট পান কুটসিয়া। গত শনিবার সকালের সেশনে নিজের প্রথম স্পেলে ৩ ওভারের বেশি করতে পারেননি তিনি। পরে দ্বিতীয় স্পেলে এসে করেন কেবল দুই ওভার। পায়ের অস্বস্তি নিয়ে লাঞ্চের পর বোলিংয়ে এসে ৮৩ রান করা দিনেশ চান্দিমালকে ফেরান তিনি।
পরীক্ষার পর তার ডান কুঁচকিতে টান লাগার কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
লঙ্কানদের বিপক্ষে ওই টেস্টেই ব্যাটিংয়ের সময় মুল্ডারের আঙুলে ছোবল দেন লাহিরু কুমারার একটি ডেলিভারি। পরে স্ক্যান করানো হলে, তার মধ্যমায় চিড় ধরা পড়ে। তাতে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তিনি।