পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ
ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় ম্যাচের জন্য নতুন উইকেট বেছে নেওয়ার বদলে ওই ব্যবহৃত উইকেটই তৈরি করছে পাকিস্তান।
Published : 13 Oct 2024, 03:39 PM
‘এই পিচেই দ্বিতীয় ও তৃতীয় টেস্ট আয়োজন করা উচিৎ’- রানবন্যার মুলতান টেস্ট চলাকালে সামাজিক মাধ্যমে মজা করে এই কথা লিখেছিলেন কেভিন পিটারসেন। তবে ঘটনাক্রমে সেটিই হতে চলেছে। প্রথম টেস্টে ব্যবহৃত পিচেই হতে পারে পাকিস্তান ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে প্রথম টেস্টে ব্যবহৃত পিচটি পুনরায় প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর টনি হেমিং।
আগামী মঙ্গলবার শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ম্যাচের দুই দিন আগে অর্থাৎ রোববার দুই দলই রাখে ঐচ্ছিক অনুশীলন। এদিন উইকেটের দুই প্রান্তে শিল্প কারখানায় ব্যবহৃত বড় মাপের বৈদ্যুতিক পাখা চালিয়ে পিচের মাটি শুকানোর কাজ করেন মাঠকর্মীরা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, প্রথম টেস্টে সোয়া চার দিন খেলা হওয়ার পর উইকেটের বোলিং প্রান্তে বোলারদের বুটের স্পষ্ট কালো ছাপ। কিছু কিছু জায়গায় ফাটলও বের হতে শুরু করেছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ঐচ্ছিক অনুশীলনের মাঝেও রোববার সকালে মাঠে গিয়ে হেমিংয়ের সঙ্গে লম্বা আলোচনা করেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও প্রধান কোচ জেসন গিলেস্পি।
প্রথম টেস্টের ব্যাটিং সহায়ক উইকেটের সমালোচনা হয় তুমুল। মুলতানের উইকেটকে ‘বোলারদের কবরস্থান’ বলেছিলেন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেছিলেন, ‘জ্যাক লিচের টেকো মাথার চেয়েও ফ্ল্যাট এই উইকেট।’
ওই ম্যাচের প্রথম তিন দিনে পড়ে মাত্র ১৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ধসের আগপর্যন্ত ড্র-ই ভাবা হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফল। শেষ পর্যন্ত ইনিংস ও ৪৭ রানে জিতে তিন টেস্টের সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। বড় জয় পেলেও পরের দুই ম্যাচের জন্য ‘ফল আসবে এমন উইকেট’ চাওয়ার কথা বলা হয় সফরকারীদের পক্ষ থেকে।
সিরিজ জিততে পাকিস্তানেরও প্রয়োজন দুটি জয়। তাই দুই দলের ইচ্ছাই পূরণ হতে পারে মুলতানে দ্বিতীয় টেস্টে। কিছুটা বোলিংবান্ধব পিচ বানানোর চেষ্টা করছে পাকিস্তান। তাই নতুন কোনো উইকেট বেছে না নিয়ে আগেরটিই নতুন করে প্রস্তুত করার পথে হাঁটছে তারা।
প্রাথমিকভাবে এই ম্যাচটি হওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু চলমান নির্মাণ কাজের কারণে সেটি সরিয়ে আনা হয় মুলতানে।
টেস্ট ক্রিকেটে একই মাঠে পরপর দুই ম্যাচ খেলার ঘটনা এখন আর তেমন দেখা যায় না। আর এক মাঠে হলেও, সাধারণত ভিন্ন উইকেটেই হয় খেলা। তবে এই বিষয়ে আইসিসির কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা নেই।
আইসিসির পিচ বিষয়ক নীতিমালায় ‘সম্ভাব্য সেরা পিচ ও আউটফিল্ড কন্ডিশনের’ কথা বলা হয়েছে। নতুন উইকেটই ব্যবহার করতে হবে বা আগের ম্যাচে ব্যবহৃত উইকেট পুনরায় ব্যবহারের ক্ষেত্রে আলাদা করে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি।
তাই শেষ পর্যন্ত একই উইকেট ব্যবহার করা হলেও, উইকেটের আচরণ যদি বিপজ্জনক কিছু না হয়, তাহলে আইসিসির পক্ষ থেকেও কোনো আপত্তির মুখে পড়বে না স্বাগতিকরা।