চলতি আইপিএলে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি রিশাভ পান্ত, তিন ম্যাচে করেছেন মাত্র ১৭ রান।
Published : 03 Apr 2025, 07:15 PM
প্রত্যাশা আকাশসম। তার কিছুই এখনও পূরণ করতে পারেননি রিশাভ পান্ত। নিলামে ঝড় তুলে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দেওয়া ক্রিকেটার চলতি আইপিএলে এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। দলের অবস্থাও তেমন ভালো নয়। মোটা অঙ্কের পারশ্রমিকের ভারেই কি এমন নিষ্প্রভ পান্ত? সাবেক ভারতীয় স্পিনার পীযুষ চাওলা অবশ্য তা মনে করেন না। তার মতে, সমস্যাটা অন্য জায়গায়।
গত নভেম্বরের নিলামে ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নেয় লাক্ষ্ণৌ। আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তিনিই। পরে বিধ্বংসী এই কিপার-ব্যাটসম্যানকে দেওয়া হয় দলের অধিনায়কত্ব।
তবে আসরে এখনও তেমন কিছু তিনি করে দেখাতে পারেননি ব্যাট হাতে। প্রথম ম্যাচে ৬ বল খেলে আউট হন শূন্য রানে। পরের ১৫ বলে রান ১৫। তৃতীয় ম্যাচে ৫ বলে করেন ২ রান। তিন ম্যাচে ২৬ বলে রান ১৭, গড় স্রেফ ৫.৬৬। তার মানের একজন ব্যাটসম্যানের জন্য যা বিব্রতকর। তিন ম্যাচের দুটিতে হেরেছে তার দল।
টুর্নামেন্ট কেবলই শুরুর দিকে। দুই-তিন ম্যাচ দিয়ে যদিও সাফল্য-ব্যর্থতার বিচার করা কঠিন। তবে পারিশ্রমিকের অঙ্ক আর পারফরম্যান্স দিয়ে মাঠের ভেতরে-বাইরে যে প্রভাব পান্ত তৈরি করেছেন, তাতে তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যেই।
অনেক দিন ধরেই অবশ্য তার ব্যাটে বড় ইনিংস নেই। ভারতের সীমিত ওভারের দলেও একাদশে তার জায়গা নিশ্চিত নয়। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন দলে থাকলেও, কোনো ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি। সব কিছু মিলিয়েই ছন্দে নেই পান্ত, জিওহটস্পারে আলাপে বললেন চাওলা।
“রিশাভ পান্তকে যতটুকু জানি, আমার মনে হয় না পারিশ্রমিকের বিষয়টি তাকে প্রভাবিত করছে। তবে বর্তমানে সেরা ফর্মে নেই সে। সে ভারতের সাদা বলের দলের বাইরে ছিল এবং এই টুর্নামেন্টে একটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে তার কাছ থেকে প্রত্যাশাও অনেক, গত বছর অনেক কিছু ঘটেছিল। স্বাভাবিকভাবেই এই মৌসুমে তার কাছ থেকে অনেক কিছু আশা করা হচ্ছে।”
মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর গত আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন পান্ত। আসরে ৪০.৫৪ গড় আর ১৫৫.৪০ স্ট্রাইক রেটে ১৩ ম্যাচে করেন ৪৪৬ রান। পরে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। বেছে নিতে হয় নতুন ঠিকানা।
এই আসরে ব্যাটে রান তো নেই-ই, পান্তের আউট হওয়ার ধরনও প্রশ্নবিদ্ধ। সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে যেমন, গ্লেন ম্যাক্সওয়েলের লেগ স্টাম্পের বাইরে অতি নিরীহ এক বলে সুইপ করে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতেও যেন সাধারণ মনে হচ্ছে তাকে। সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে স্টাম্পিংয়ের সুযোগ হারান তিনি, ওই আউট হলে যেখানে লাক্ষ্ণৌ জিতে যেত, সেখানে তারা হেরে যায়।
“দুর্ভাগ্যবশত, দলের অভিযান ও তার ব্যক্তিগত ফর্ম, দুটোই ভালোভাবে শুরু হয়নি। (পাঞ্জাবের বিপক্ষে) তার আউট হওয়ার ধরন ছিল হতাশাজনক-এমন একটি বল ছিল, যা যে কোনো জায়গায় খেলা যেত, সেটাতেই সে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়েছে। পরে তার প্রতিক্রিয়া, হাসি থেকে বোঝা যায় যে, সে বুঝতে পারছে যে সে এমন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সবকিছু ঠিকঠাক চলছে না।”