নিলামে ২৭ কোটি রুপিতে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দেওয়া পান্তের শুরুটা ভালো হলো না।
Published : 24 Mar 2025, 09:38 PM
আইপিএলে নতুন ঠিকানায় ব্যাট হাতে রিশাভ পান্তের শুরুটা সুখকর হলো না। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে অভিষেকে রানের দেখা পেলেন না দলটির নতুন অধিনায়ক। তবে খুনে ব্যাটিংয়ে বিধ্বংসী দুটি ইনিংস উপহার দিলেন তার দুই সতীর্থ মিচেল মার্শ ও নিকোলাস পুরান।
আইপিএলের অষ্টাদশ আসরের দ্বিতীয় দিন সোমবার নিজের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬ বলে শূন্য রানে আউট হন পান্ত।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্শ ৬টি করে চার ও ছক্কায় ৩৬ বলে করেন ৭২ রান। ৭ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৭৫ রান করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান পুরান।
এবারের আইপিএলে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলছেন মার্শ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি প্রথম বলে স্বদেশী মিচেল স্টার্ককে ছক্কায় উড়িয়ে শুরু হয় তার পথচলা। স্টার্কের পরের ওভারে টানা তিন বলে দুই চার ও একটি ছক্কা মারেন তিনি। ফিফটি করেন স্রেফ ২১ বলে।
আরেক ওপেনার এইডেন মার্করামের বিদায়ের পর পঞ্চম ওভারে উইকেটে গিয়ে চার মেরে রানের দেখা পান পুরান। তরুণ লেগ স্পিনার ভিপরাজ নিগামের চার বলের মধ্যে তিনটি ছক্কা মারেন তিনি। এর মাঝেই তার সহজ ক্যাচ ফেলেন সামির রিজভি।
দ্বাদশ ওভারে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মার্শ। পরের ওভারে ট্রিস্টান স্টাবসকে টানা চার ছক্কার পর একটি চার মারেন পুরান। ফিফটি করেন তিনি ২৪ বলে।
আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক (২৭ কোটি রুপি) পাওয়া ক্রিকেটার পান্ত রানের জন্য হাপিত্যেশ করে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভের বলে লং-অফে ক্যাচ দিয়ে ফেরেন। স্টার্কের করা পরের ওভারে শেষ হয় পুরানের বিস্ফোরক ইনিংস।
১৫ ওভারে ৪ উইকেটে ১৭০ রান তুলে ফেলার পর নিয়মিত উইকেট হারানোয় ২০ ওভারে ২০৯ রানের বেশি করতে পারেনি লাক্ষ্ণৌ।