পাকিস্তানের বিপক্ষে ৩২৩ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে লঙ্কানরা।
Published : 26 Jul 2022, 06:53 PM
স্পিন সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নিজেকে মেলে ধরলেন রমেশ মেন্ডিস। পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে আড়াইশর আগে থামিয়ে দেওয়ার পথে রাখলেন বড় অবদান। পরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাও নেই স্বস্তিতে। তবে প্রথম ইনিংসে পাওয়া লিডের সুবাদে বড় লক্ষ্য দেওয়ার পথে ছুটছে দলটি।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মঙ্গলবার ২৩১ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করে ৫ উইকেটে ১৭৬ রান নিয়ে।
প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড পাওয়া লঙ্কানরা এখন এগিয়ে ৩২৩ রানে। ২৭ রানে খেলছেন দিমুথ করুনারত্নে। উইকেটে তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভার রান ৩০।
আগের দিন তিন উইকেট নেওয়া রমেশ এদিন নেন আরও দুটি। ৪৭ রান খরচায় ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান এই অফ স্পিনার।
৭ উইকেটে ১৯১ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুটা ভালোই করে পাকিস্তান। ইয়াসির শাহ ও হাসান আলি গড়েন ৩২ রানের জুটি। ২১ রান করা হাসানকে বোল্ড করে তাদের প্রতিরোধ ভাঙেন প্রবাথ জয়াসুরিয়া।
পরপর দুই ওভারে নুমান আলি ও ইয়াসিরকে (২৬) ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন রমেশ।
ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। প্রথম ৫ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে গেলেও তাদের কেউই খেলতে পারেননি বড় ইনিংস।
লোয়ার ব্যাকে চোট পাওয়ায় ওপেন করতে নামেননি করুনারত্নে। তার বদলে ইনিংস শুরু করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নিরোশান ডিকভেলা (১৫)। কট বিহাইন্ড হন নাসিম শাহর বলে।
ইয়াসিরের লেগ স্পিনে দ্রুত ফেরেন প্রথম ইনিংসে ফিফটি করা ওশাদা ফার্নান্দো। মোহাম্মদ নওয়াজের শিকার ৯ রানে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া কুসল মেন্ডিস। দুই ব্যাটসম্যানই হন এলবিডব্লিউ।
৫৯ রানে ৩ উইকেট হারানো দলকে পথে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। দলের প্রয়োজনে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নামতে হয় করুনারত্নেকে।
ছয়ে নেমে ধনাঞ্জয়াকে নিয়ে প্রতিরোধ গড়েন লঙ্কান অধিনায়ক। ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ৮৮.১ ওভারে ২৩১ (আগের দিন ১৯১/৭) (ইয়াসির ২৬, হাসান ২১, নুমান ১, নাসিম ৪*; আসিথা ২০-২-৬২-১, জয়াসুরিয়া ৩৭-১০-৮০-৩, রমেশ ২১.১-৬-৪৭-৫, ধনাঞ্জয়া ৪-০-১৫-১, ওয়েল্লালাগে ৬-১-১৮-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৫০ ওভারে ১৭৬/৫ (ডিকভেলা ১৫, ওশাদা ১৯, মেন্ডিস ১৫, ম্যাথিউস ৩৫, চান্দিমাল ২১, করুনারত্নে ২৭*, ধনাঞ্জয়া ৩০*; হাসান ৫-০-২৪-০, নাসিম ৯-১-২৯-২, ইয়াসির ১২-২-৪১-১, নওয়াজ ১১-২-৩২-১, নুমান ৫-০-১৫-০, সালমান ৭-১-১৮-১, বাবর ১-০-৬-০)