বাংলাদেশ-ভারত সিরিজ
বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের ধারণা, গোয়ালিয়রের উইকেট হবে মন্থর ও নিচু বাউন্সের।
Published : 05 Oct 2024, 07:12 PM
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হবে গোয়ালিয়রের শ্রীমান্ত মাধাবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামের। কখনও আইপিএলের ম্যাচও হয়নি এখানে। অভিষেকে এই মাঠের উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের ধারণা, উইকেট হবে মন্থর ও নিচু বাউন্সের।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
আগের দিন সংবাদ সম্মেলনে গোয়ালিয়রের উইকেট নিয়ে প্রশ্নে নিজের অভিমত তুলে ধরেন বাংলাদেশের হয়ে ২৯টি টি-টোয়েন্টি খেলা হৃদয়। বড় রানের ম্যাচ হবে না বলে মনে হচ্ছে তার।
“টি-টোয়েন্টি রানের খেলা। প্রত্যেক দলই রান চায়। কিন্তু এখানে আন্তর্জাতিক ম্যাচ এখনও হয়নি। এটা নতুন ভেন্যু। আমরা জানি না উইকেট কেমন আচরণ করবে। অনুশীলনের উইকেট দেখে বুঝেছি, এখানে উইকেট মন্থর ও নিচু বাউন্সের। এরকম উইকেটে বড় রানের ম্যাচ খুব কমই হয়। আইপিএলের খেলাও এখানে হয়নি।”
টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসরের পর এই সংস্করণে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের বিকল্প হিসেবে দলে ফেরানো হয়েছে আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। আগের দিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, সাকিবের জায়গায় মিরাজ দ্রুত নিজেকে মানিয়ে নেবেন বলে আশাবাদী তিনি।
সাকিবকে ছাড়াই ভারতকে হারানোর আশা হৃদয়ের।
“সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতে হবে। আশা করি, আমরা ওদের হারাতে পারব।”
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি খেলে ১৩টিতেই হেরেছে বাংলাদেশ। তাদের একমাত্র জয়টি অবশ্য ভারতের মাটিতে, ২০১৯ সালে দিল্লিতে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
এবারের সিরিজে নিয়মিত ক্রিকেটারদের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছে ভারত। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণকে বিদায় বলে দেন রোহিত শার্মা, ভিরাট কোহলি ও রাভিন্দ্রা জাদেজা।