জাতীয় দল থেকে বাদ পড়ার পর অধিনায়ক কাপিল দেবের প্রতি এতটাই রেগে গিয়েছিলেন যে, তাকে মেরেই ফেলতে চেয়েছিলেন ইয়োগরাজ সিং!
Published : 12 Jan 2025, 09:27 PM
চাঁচাছোলা কথা বলে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন ভারতের সাবেক অলরাউন্ডার ইউভরাজ সিংয়ের বাবা ও সাবেক পেসার ইয়োগরাজ সিং। এবার চমকপ্রদ এক তথ্য দিয়েছেন তিনি। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর অধিনায়ক কাপিল দেবকে প্রাণে মারতে তার বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেছেন ইয়োগরাজ!
১৯৮০ সালের ডিসেম্বরে সুনিল গাভাস্কারের নেতৃত্বে ওয়ানডে দিয়ে ইয়োগরাজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। দুই মাস স্থায়ী আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬টি ওয়ানডে ও একটি টেস্ট খেলার সুযোগ পান তিনি।
সম্প্রতি ইউটিউবে এক সাক্ষাৎকারে ‘আনফিল্টার্ড বাই সামদিশ’-এ ইয়োগরাজ বলেন, জাতীয় দল থেকে বাদ পড়ার পর কাপিলের প্রতি এতটাই রেগে গিয়েছিলেন যে, তাকে মেরেই ফেলতে চেয়েছিলেন তিনি।
“কাপিল দেব যখন ভারত, নর্থ জোন ও হরিয়ানার অধিনায়ক হলো, তখন কোনো কারণ ছাড়াই সে আমাকে দলের বাইরে রেখেছিল। আমার স্ত্রী চেয়েছিল, আমি কাপিলের কাছে প্রশ্ন করি। আমি বলেছিলাম, ‘আমি এই লোকটিকে শিক্ষা দেব।’ আমার পিস্তল বের করে সেক্টর ৯-এ কাপিলের বাড়িতে গেলাম। সে তার মায়ের সঙ্গে বাইরে এলো। আমি তাকে এক ডজনবার গালিগালাজ করেছি। তাকে বললাম, ‘তোমার কারণে আমি একজন বন্ধু হারিয়েছি এবং তুমি যা করেছো, তার মূল্য তোমাকে দিতে হবে।”
“আমি তাকে বললাম, ‘আমি তোমার মাথায় গুলি করতে চাই, কিন্তু আমি তা করব না, কারণ তোমার মা খুব ধার্মিক একজন, তিনি এখানে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম যে, আমি ক্রিকেট খেলব না, ইউভি (ইউভরাজ) খেলবে।”
ভারতের সাবেক অধিনায়ক, সাবেক স্পিনার ও সাবেক প্রধান নির্বাচক বিষেন সিং বেদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ৬৬ বছর বয়সী ইয়োগরাজ।
“বিষেন সিং বেদিসহ এই লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বিষেন সিং বেদিকে কখনও ক্ষমা করিনি আমি। লোকটি তার বিছানায় মারা গেছেন।”
“যখন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন আমি নির্বাচকদের একজন রাভিন্দ্রা চাড্ডার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে, বিষেন সিং বেদি (প্রধান নির্বাচক) আমাকে দলে নিতে চাননি, কারণ তিনি মনে করতেন যে, আমি সুনিল গাভাস্কারের লোক এবং আমি মুম্বাইয়ে ক্রিকেট খেলি। আমি গাভাস্কারের খুব কাছের ছিলাম।”