৮৮ রানেই বিধ্বস্ত নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার একশর কম রানে গুটিয়ে যাওয়ার তেতো স্বাদ পেল তারা।
Published : 28 Sep 2024, 02:15 PM
প্রাবাথ জায়াসুরিয়ার বাঁহাতি স্পিনের কোনো জবাবই পাচ্ছে না নিউ জিল্যান্ড। আগের টেস্টে ৯ উইকেট শিকার করা এই বাঁহাতি স্পিনার আরও একবার গুঁড়িয়ে দিলেন কিউই ব্যাটিং। শ্রীলঙ্কার এই স্পিনার এগিয়ে গেলেন অসাধারণ এক কীর্তির দিকে।
গলে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ৫ উইকেটে ৬০২ রানের জবাবে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ স্রেফ ৮৮ রানেই।
৪২ রানে ৬ উইকেট শিকার করে আবার কিউই ব্যাটিংয়ে ধস নামান জায়াসুরিয়া। ৩ উইকেট শিকার করেন অভিষিক্ত অফ স্পিনার নিশান পেইরিস।
জায়াসুরিয়ার ৬ উইকেটের ৫টিতেই ক্যাচ নেন লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা।
একই ইনিংসে এক বোলারের বলে ৫ ক্যাচ, বোলার-ফিল্ডার সংযোগের এমন নজির টেস্ট ইতিহাসে আছে আর মোটে ৪টি।
১৯৮০ সালে ভারতের বিপক্ষে ইয়ান বোথামের বলে ৫ ক্যাচ নেন বব টেইলর, ১৯৯৮ সালে ইংল্যান্ডর বিপক্ষে অ্যালান ডোনাল্ডের বলে এতগুলি ক্যাচ নেন মার্ক বাউচার, ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাইকেল ক্যাসপ্রোভিচের বলে ৫ ক্যাচ নেন অ্যাডাম গিলক্রিস্ট।
এই তিন জনই ছিলেন উইকেটকিপার। কিপার না হয়েও একই বোলারের বলে ৫ ক্যাচের একমাত্র নজির এতদিন ছিল শ্রীলঙ্কারই। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টেই লাসিথ এম্বুলদেনিয়ার বলে ক্যাচগুলি নিয়েছিলে লাহিরু থিরিমান্নে। এবার সেখানে যোগ হলো জায়াসুরিয়া-ধানাঞ্জায়ার নাম।
জায়াসুরিয়ার সামনে হাতছানি আছে আরও বিশাল এক কীর্তির। ১৫ টেস্টে ৮৮ উইকেট নিয়ে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। প্রথম ইনিংসের পর তার শিকার এখন ৯৪টি। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিতে পারলে ১২৮ বছর পুরোনো এক বিশ্বরেকর্ড স্পর্শ করতে পারবেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
টেস্টে দ্রুততম একশ উইকেটের রেকর্ড জর্জ লোম্যানের। ১৬ টেস্টে ১০০ ছুঁয়ে ১৮৯৬ সালে রেকর্ডটি গড়েছিলেন সাবেক ইংলিশ পেসার।
জায়াসুরিয়ার দারুণ বোলিংয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে একশর নিচে গুটিয়ে গেছে নিউ জিল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে তাদের আগের সর্বনিম্ন রান ছিল ১০২।
৫১৪ রানের লিড নিয়ে নিউ জিল্যান্ডকে ফলো-অন করায় শ্রীলঙ্কা।