টি-টোয়েন্টি র্যাঙ্কিং
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ জনের মধ্যে ব্যবধান এখন স্রেফ ২৩ পয়েন্টের।
Published : 15 May 2024, 04:09 PM
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আর এককভাবে শীর্ষে নেই সাকিব আল হাসান। এখন যৌথভাবে তার সঙ্গে চূড়ায় আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটিতে খেলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার উইকেট নেন ৫টি। ব্যাট হাতে করেন ২২ রান।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট কমেছে সাকিবের। এই সময়ে কোনো ম্যাচ না খেলেই এক ধাপ এগিয়ে তার পাশে বসেছেন হাসারাঙ্গা। দুজনেরই রেটিং পয়েন্ট এখন সমান ২২৮।
২১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২১০।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ৪-১ ব্যবধানে হারা সিরিজের শেষ ম্যাচে ৪৬ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন রাজা। সব মিলিয়ে সিরিজের পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৯৩ রান। উইকেট নেন ২টি।
পাঁচ নম্বরে এইডেন মারক্রামের রেটিং পয়েন্ট ২০৫। অর্থাৎ শীর্ষ পাঁচ জনের মধ্যে ব্যবধানে এখন মাত্র ২৩ পয়েন্টের।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন তাসকিন, পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচ খেলে তাসকিন উইকেট নেন ৮টি, শেষ দুই ম্যাচে খেলে মুস্তাফিজের শিকার ৩টি।
বোলারদের তালিকায় আগের মতো শীর্ষে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চূড়ায় আছেন যথারীতি ভারতের সুরিয়াকুমার ইয়াদাভ।