Published : 31 Mar 2025, 05:47 PM
টানা চতুর্থবারের মতো শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি নির্বাচিত হয়েছেন শাম্মি সিলভা। তিনিসহ আগের কমিটির প্রায় সবাই পুনর্নির্বাচিত হয়েছেন।
এই নিয়ে তৃতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদ অর্জন করলেন সিলভা। তার নেতৃত্বাধীন কমিটির বাকি সদস্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।
এসএলসি সোমবার বিবৃতি দিয়ে জানায়, ২০২৫-২০২৭ সাল পর্যন্ত দুই বছরের জন্য এই পদে থাকবেন সিলভা।
২০২৩ সালের নভেম্বরে পদত্যাগ করা সচিব মোহন ডি সিলভা শুধু ফেরেননি। নির্বাহী কমিটির একমাত্র নতুন মুখ হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন বান্দুলা দিসানায়েকে।
গত ডিসেম্বরে এসএলসির গঠনতন্ত্রে পরিবর্তন এনে ভোটার সংখ্যা ১৪৭ থেকে কমিয়ে ৬০ করা হয়। তারপর প্রথম নির্বাচন ছিল এটি।