টি-টোয়েন্টি বিশ্বকাপ
রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের রেকর্ড জুটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়াই করার পুঁজি পেল আফগানিস্তান।
Published : 08 Jun 2024, 08:09 AM
ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের বোলিংয়ে শুরুতে ধুঁকলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। আউটের সুযোগ দিয়েও বেঁচে গেলেন দুজনই। জীবন পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন আফগানিস্তানের দুই ওপেনার। দলকে এনে দিলেন লড়াই করার পুঁজি।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন গুরবাজ ও ইব্রাহিম। তাদের সৌজন্যে ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি পায় আফগানিস্তান।
টানা দ্বিতীয় ফিফটিতে ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজ। পঞ্চাশের সম্ভাবনা জাগিয়ে ৪৪ রানে থামেন ইব্রাহিম। তিন নম্বরে নেমে আজমতউল্লাহ ওমারজাই করেন ২২ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
উগান্ডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গুরবাজ ও ইব্রাহিমের জুটিতে আসে ১৫২ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে টানা দুই ম্যাচে শতরানের জুটি হলো এই প্রথম।
সব মিলিয়ে যে কোনো উইকেটে এর আগেও দেখা গেছে এমন দুটি ঘটনা। ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতকছোঁয়া জুটি গড়েন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও ওয়েন মরগ্যান। ২০১৪ সালে ভারতের রোহিত শার্মা ও ভিরাট কোহলিও গড়েন একই কীর্তি।
গুরবাজ ও ইব্রাহিমের জুটি অবশ্য অনেক আগেই ভাঙতে পারত। চতুর্থ ওভারে হেনরির বলে ১৩ রানে থাকা ইব্রাহিমের ক্যাচ ছাড়েন ফিন অ্যালেন। পরের ওভারে গুরবাজকে রান আউট করার সুযোগ কাজে লাগাতে পারেননি ডেভন কনওয়ে।
এক বল পর ইব্রাহিমকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচেন আফগান ওপেনার। পাওয়ার প্লেতে তারা করে ৪৪ রান। পরের ৪ ওভারে চেপে ধরেন কিউই বোলাররা। ১০ ওভারে সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৫ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারানো ৩৪ ইনিংসের মধ্যে এটিই সবচেয়ে কম রানের ঘটনা। গত আসরে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করেছিল পাকিস্তান।
একাদশ ওভার থেকে আফগানদের পাল্টা আক্রমণের শুরু। মাইকেল ব্রেসওয়েলের বলে ৩ ছক্কায় তারা নেয় ২১ রান। পরের দুই ওভারেও আসে একটি করে ছক্কা। ৪০ বলে পঞ্চাশ পূর্ণ করেন গুরবাজ।
১৫তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন হেনরি। এক ওভার পর হেনরির বলে দুটি ছক্কা মারেন ওমারজাই। ১৯তম ওভারে ড্যারেল মিচেলের বল জোড়া ছক্কায় ওড়ান গুরবাজ। এর মধ্যে দ্বিতীয়টি যায় ১০৫ মিটার দূরে।
শেষ ওভারে মাত্র ৩ রান নিতে ৩ উইকেট হারায় আফগানিস্তান। বোল্টের দারুণ ডেলিভারিতে বোল্ড হন ৫৬ বলে ৫টি করে চার-ছক্কা মারা গুরবাজ। তার ৮০ রানের ইনিংস টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেরা।
উগান্ডার বিপক্ষে আগের ম্যাচে গুরবাজের ৭৬ রানের ইনিংস ছিল আগের সেরা।