পাকিস্তান ক্রিকেট
একবার কাউকে কোচ হিসেবে নিয়োগ দিলে তার ভূমিকা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান।
Published : 29 Oct 2024, 11:52 PM
দায়িত্ব পাওয়ার ছয় মাসের মধ্যেই সীমিত ওভারের দলের কোচের পদ থেকে গ্যারি কার্স্টেনের পদত্যাগ পাকিস্তান ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন রামিজ রাজা। তার ধারণা, ভবিষ্যতে ‘হাই-প্রোফাইল’ কোচ পাওয়ার কাজটা সহজ হবে না বোর্ডের জন্য। দেশটির সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধানের মতে, একবার কাউকে কোচ নিয়োগ দিলে তার ভূমিকা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে আগে।
গত এপ্রিলের শেষ দিকে টেস্ট দলের কোচ জেসন গিলেস্পির সঙ্গে সাদা বলের ক্রিকেটের কোচ হিসেবে কার্স্টেনের নাম ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দায়িত্বের মেয়াদ ছিল দুই বছর। কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগে গত সোমবার দায়িত্ব ছেড়ে দেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন।
বিস্ময়করভাবে কোনো ওয়ানডে ম্যাচে কোচিং না করিয়েই শেষ হয়ে গেছে কার্স্টেনের পাকিস্তান অধ্যায়। পাকিস্তান ক্রিকেটের চিরায়ত অস্থিরতার আরেকটি প্রতিচ্ছবিই যেন এটি।
এই বছরের শুরুর দিকে যখন দীর্ঘমেয়াদি কোচ খুঁজছিল পিসিবি, তখন তাদের পছন্দ হিসেবে শোনা গিয়েছিল শেন ওয়াটসন ও ড্যারেন স্যামির নাম। দুজনই পিসিবির প্রস্তাব ফিরিয়ে দেন বলে তখন খবর এসেছিল সংবাদমাধ্যমে।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামিজ বললেন, কার্স্টেনের বিদায়ে বিশ্বের নামী কোচদের দায়িত্ব নিতে আগ্রহী করে তোলা কঠিন হবে পিসিবির জন্য।
“গ্যারি কার্স্টেনের পদত্যাগের ফলে যখন বিদেশি কোচের সন্ধান করবেন, তখন যে ধরনের প্রতিক্রিয়া পাবেন… আন্তর্জাতিক প্রতিভা নিয়োগ করা পাকিস্তানের জন্য সহজ কাজ হবে না। যা করতে হবে তা হলো, নিশ্চিত করতে হবে, একবার কাউকে নিয়োগ করলে, তার ভূমিকা সম্পর্কে স্বচ্ছতা দিতে হবে।”
“আমি জানি না গ্যারি কার্স্টেনকে সেই স্বচ্ছতা দেওয়া হয়েছিল কি-না বা তিনি কীভাবে পাকিস্তানকে ওয়ানডেতে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, তিনি কী অর্জন করতে চেয়েছিলেন। আমি এটা জানি না।”
আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কার্স্টেনের বিদায়ের কারণ অনুমান করে নেওয়া যায় সহজেই। দল নির্বাচনে ভূমিকা রাখা নিয়ে গিলেস্পি ও কার্স্টেনের সঙ্গে পিসিবির টানাপোড়েন চলছিল কয়েকদিন ধরে। সম্প্রতি নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী প্রক্রিয়া থেকে কোচদের সরিয়ে নেয় বোর্ড। এ নিয়ে টেস্ট দলের কোচ গিলেস্পি বিস্ময় ও হতাশা প্রকাশ করেন প্রকাশ্যেই।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া সফরে কার্স্টেনের জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন গিলেস্পি।