ভারতীয় ক্রিকেট
টেস্ট খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
Published : 09 Aug 2024, 08:09 PM
ক্যারিয়ারে কেবল একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন সুরিয়াকুমার ইয়াদাভ, সেটাও প্রায় দেড় বছর আগে। তবু ক্রিকেটের মর্যাদাপূর্ণ সংস্করণে খেলার আশা ছাড়ছেন না ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। দেশের হয়ে তিন সংস্করণেই খেলার ইচ্ছা তার।
গত বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে টেস্ট অভিষেক হয় সুরিয়াকুমারের। একমাত্র ইনিংসে ৮ রান করেন তিনি। এরপর আর সাদা পোশাকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগই পাননি তিনি।
৩৭ ওয়ানডের সবশেষটি খেলেন গত নভেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষেই। শ্রীলঙ্কার বিপক্ষে গত ওয়ানডে সিরিজে তাকে দলে রাখেনি ভারত। প্রধান নির্বাচক আজিত আগারকার ইঙ্গিত দিয়েছিলেন, সুরিয়াকুমারকে ওয়ানডের ভাবনার না রাখার কথা।
সুরিয়াকুমারকে অবশ্য সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে পাকাপাকিভাবে অধিনায়কত্ব দিয়েছে ভারত। তার নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দলটি। আগামী অক্টোবরে বাংলাদেশ সিরিজের আগে ভারতের আর কোনো টি-টোয়েন্টি নেই। এই সময়টাই লাল বলের ক্রিকেটে কাজে লাগাতে মুখিয়ে আছেন সুরিয়াকুমার।
প্রাক-মৌসুম প্রথম শ্রেণির প্রতিযোগিতা বুচি বাবু ইনভাইটেশনাল টুর্নামেন্টে তৃতীয় রাউন্ড থেকে মুম্বাইয়ের হয়ে খেলবেন সুরিয়াকুমার। সরফরাজ খানের নেতৃত্বে খেলবেন তিনি। আগামী ২৭ আগস্ট মুম্বাইয়ের ম্যাচে তাকে দেখা যেতে পারে।
এই টুর্নামেন্টকে সামনে রেখে সুরিয়াকুমার টাইম অব ইন্ডিয়াকে ভারতের হয়ে তিন সংস্করণেই নিয়মিত হওয়ার ইচ্ছার কথা বলেন।
“ভারতের হয়ে সব সংস্করণে খেলতে চাই। বুচি বাবুতে খেলা এই মৌসুমের লাল বলের টুর্নামেন্টের জন্য আমার ভালো প্রস্তুতি হবে।”
প্রথম শ্রেণির ক্রিকেটে সুরিয়াকুমার সবশেষ ম্যাচ খেলেন ২০২৩ সালের জুলাইয়ে, দুলিপ ট্রফির ফাইনালে। সাউথ জোনের বিপক্ষে হেরে যাওয়া ওই ম্যাচে ওয়েস্ট জোনের হয়ে ৮ ও ৪ রান করেন সুরিয়াকুমার।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮২ ম্যাচ খেলে ৫ হাজার ৬২৮ রান করেন তিনি। ১৪ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ২৯টি। ব্যাটিং গড় ৪৩.৬২।