বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
আফগানদের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ।
Published : 07 Nov 2024, 06:18 PM
আফগানিস্তানের বিপক্ষে বড় পরাজয়ে সিরিজ শুরুর পর আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলের চোটে বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম।
আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চোটের খবর জানিয়েছে বিসিবি। তবে তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম ম্যাচে গ্লাভস হাতে তিনটি ক্যাচ নেন মুশফিক। পরে ব্যাটিংয়ে নেমে দলের চরম প্রয়োজনের সময় ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি।
আফগানদের ইনিংসে কিপিং করার সময়েই চোট পান ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। ম্যাচ শেষে করানো এক্স-রেতে বাম হাতের তর্জনীতে চিড় ধরা পড়ার কথা জানিয়েছেন দলের সঙ্গে থাকা ফিজিও দেলোয়ার হোসেন।
"আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে কিপিং করার সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পান মুশফিক। পরে এক্স-রে করানো হলে আঙুলের ওপরের দিকের সংযোগস্থলে চিড় ধরা পড়ে।"
"আপাতত কনজার্ভেটিভ পর্যবেক্ষণে আছেন মুশফিক। তাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলা হবে না তার। যথাসময়ে তার অবস্থার ব্যাপারে পরবর্তী তথ্য জানানো হবে।"
একই মাঠে আগামী শনিবার ও সোমবার হবে সিরিজের শেষ দুই ম্যাচ।
সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেই দুই টেস্ট, তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি খেলতে ক্যারিবিয়ায় যাবে বাংলাদেশ। চোটের অবস্থা বুঝে ওই সফরে মুশফিকের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।