সমাবর্তন অনুষ্ঠানে ১০১ থেকে ১১২তম ব্যাচের গ্র্যাজুয়েটরা অংশ নেন।
Published : 08 Mar 2025, 09:22 PM
প্রথমবারের মত করপোরেট অ্যাকাডেমির ভ্যাট, আয়কর ও কাস্টমস বিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণদের নিয়ে সমাবর্তন হয়েছে।
ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে সম্প্রতি ওই সমাবর্তন হয় বলে করপোরেট অ্যাকাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে ১০১ থেকে ১১২তম ব্যাচের গ্র্যাজুয়েটরা অংশ নেন। অনুষ্ঠানে আয়কর ও ভ্যাট নিয়ে মূল প্রবন্ধ পাঠ ও প্যানেল আলোচনা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ার হাসান ও মো. আহাসান উল্লাহ।
প্যানেল আলোচনায় কাস্টমস ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সভাপতি এম ফখরুল আলম সভাপতিত্ব করেন। আলোচক ছিলেন এইচ এম শাহরিয়ার হাসান ও তোফায়েল আহমেদ।
করপোরেট অ্যাকাডেমির চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ও দেশের রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও সুসংহত করতে করপোরেট অ্যাকাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে আমরা কর সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখতে চাই।”
সমাবর্তনের প্রথম পর্বে এনবিআরের সদস্য (ভ্যাট ইমপ্লিমেন্টেশন ও আইটি) মো. বেলাল হোসাইন চৌধুরী গ্র্যাজুয়েটদের পদক তুলে দেন। সনদ বিতরণ করেন করপোরেট অ্যাকাডেমি প্রফেশনাল ফোরামের সভাপতি রফিকুল ইসলাম।