জাহাঙ্গীর আলম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ২৭ বছর দায়িত্ব পালনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
Published : 23 Apr 2024, 07:02 PM
বাংলাদেশ ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চার বছরের জন্য মো. জাহাঙ্গীর আলমকে ওই দায়িত্ব দিয়েছেন।
অধ্যাপক জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ২৭ বছর দায়িত্ব পালন করেন।
২০১১ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। সেখানে জাহাঙ্গীর আলম ডিনসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
গবেষণায় কৃতিত্বের জন্য জাহাঙ্গীর আলম ২০০৯ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন। এখন পর্যন্ত তার ১০৩ টি জার্নাল নিবন্ধ প্রকাশ পেয়েছে।