উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সাংবাদিকতাকে শুধু আর্ট হিসেবে বিবেচনা না করে এটাকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে হবে।
Published : 02 Aug 2023, 08:55 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শোকের মাস হওয়ায় দিবসটি অনাড়ম্বরভাবে উদযাপন করা হয়।
বিভাগ দিবস উপলক্ষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার বিষয়বস্তু ছিল 'চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সাংবাদিকতা: বাংলাদেশ ও বাকি বিশ্ব'।
পুরো আলোচনা সভা জুড়ে চতুর্থ শিল্প বিপ্লবে সাংবাদিকতায় আসন্ন পরিবর্তন ও সংযোজন নিয়ে বিশ্লেষন ধর্মী বক্তৃতা রাখেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সাংবাদিকতাকে শুধু আর্ট হিসেবে বিবেচনা না করে এটাকে বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠতা নিশ্চিত হবে এবং সাংবাদিকরা প্রাপ্ত তথ্যের সবগুলো দিক বিবেচনায় নিয়ে সংবাদ উপস্থাপনে সক্ষম হবেন।
"চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের সম্পৃক্ততা না থাকলে তথ্যকে ঝাপসা করে দেয়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের সম্পৃক্ততা যত গভীর হবে চতুর্থ শিল্প বিপ্লব তত সফলতার দিকে এগিয়ে যাবে।"
সাংবাদিক জাফর সোবহান বলেন, “আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের আবির্ভাবে সাংবাদিকতায় বাংলাদেশ একটি সম্ভাব্য স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছে। কেউ কারও চাকরি ছিনিয়ে নিবে না। তবে যারা নতুন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, তারাই ভবিষ্যতে এ পেশায় ভালো করবে।”
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন আবুল মনসুর আহাম্মদ বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে। তবে সে অনুপাতে তা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের চেয়ারপার্সন মো. আবু নাসের বক্তব্য দেন সভায়।
স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন।