“সাংবাদিকতা বিভাগের গুরুত্ব আমরা যেমন অনুভব করি, সমগ্র বিশ্বের জনগোষ্ঠী সেটাকে অনুভব করে।”
Published : 20 Oct 2022, 11:30 PM
বর্ণাঢ্য আয়োজনে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ আনুষ্ঠানিকতা সারা হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, “সাংবাদিকতা বিভাগের গুরুত্ব আমরা যেমন অনুভব করি, সমগ্র বিশ্বের জনগোষ্ঠী সেটাকে অনুভব করে। এখানে বিশ্ববিদ্যালয়ের যেমন বিশালতা আছে, তেমনই শিক্ষার্থীরা তাদের মনের বিশালতাকে এখানে বিকশিত করে।”
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা অনেকে এই ডিপার্টমেন্টে আসছে বাই চয়েজ এবং বাই চান্স। এটা ম্যাটার করে না। এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছ, সেটা গুরুত্বপূর্ণ।
“অন্যান্য সহকর্মীদের আলোচনায় মূল্যবোধের বিষয়টি চলে আসছে। মূল্যবোধের দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো মানবিক মূল্যবোধ ও অন্যটি হলো জনকল্যাণ। আমাদের যে দৈনন্দিন মিথস্ক্রিয়া হয়, সেই জায়গাগুলোতে মানবিক মূল্যবোধ ও জনকল্যাণকে অন্তর্ভুক্ত করতে হবে।“
বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা অধ্যাপক নাদির জুনাইদ।