ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রনিংগেন যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।
Published : 06 Nov 2022, 07:29 PM
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রনিংগেনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর ক্ষমতায়ন সমৃদ্ধ করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দিকে অগ্রযাত্রা’ বিষয়ক সম্মেলন।
গত ১ ও ২ নভেম্বর দুই দিনের এ সম্মেলনের মূল লক্ষ্য খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে সংযোগ ঘটানো এবং পারস্পারিক আদান-প্রদানে উৎসাহিত করা।
রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলনের বিষয়ে জানানো হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক কাওসার আফসানা ও ইউনিভার্সিটি অব গ্রনিংগেনের অর্থনীতি বিভাগের অধ্যাপক লেনসিংক বার্নার্দেস ওয়েন্ডা।
প্রথম দিন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার নারীর ক্ষমতায়ন ও এসডিজির ইন্টারসেকশন বিষয়ক একটি সেশনের সভাপতিত্ব করেন। মূলবক্তা ছিলেন ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন অধ্যাপক সাবিনা ফয়েজ রশীদ। সান্ধ্যকালীন আলোচনায় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ফন লিউয়েন ও আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ।
দুই দিনের সম্মেলনে বিশেষজ্ঞরা পুষ্টি, খাদ্য নিরাপত্তা, জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও এসডিজি, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন রিসার্চ ইনিশিয়েটিভসের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আখতার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা ও ফেরদৌসী নাহার, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার, ইথিওপিয়ার ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী জার্মামে গারুমা চেগেন।