গুচ্ছ পদ্ধতিতে জগন্নাথ থাকবে কি না, সিদ্ধান্ত ২২ ফেব্রুয়ারি

আগের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2023, 06:24 PM
Updated : 15 Feb 2023, 06:24 PM

চলতি শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকবে কি না, সে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার বিশেষ অ্যাকাডেমিক সভা ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া হবে। শিক্ষকমণ্ডলী কী চান, এটা কন্টিনিউ করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কী অবস্থান... সবকিছু মিলিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসবে। আলোচনা না করলে আসলে সিদ্ধান্ত আসে না।"

মহামারীর সময়ে ভর্তিচ্ছুদের দুর্ভোগ এড়াতে ২০২০-২১ ‍শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু হয়। শুরুতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসে। পরবর্তীতে ২২টি বিশ্বিবদ্যালয় সাধারণ গুচ্ছে অংশ নেয়।

তবে বিশ্ববিদ্যালয়ের 'গুণগত মান' ফেরাতে সম্প্রতি এই পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।