বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন শাবির ৫৭ শিক্ষার্থী

গেল বছর ৬০ জন শিক্ষার্থী এই ফেলোশিপ পেয়েছিলেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2023, 04:34 PM
Updated : 7 Jan 2023, 04:34 PM

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের ৫৭ শিক্ষার্থী।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরই মধ্যে আমি শিক্ষার্থীদের ফেলোশিপের বিষয়টি জেনেছি। তবে মন্ত্রণালয় থেকে এখনও কোনো অফিসিয়াল চিঠি পাইনি।”

গেল বছর এই ফেলোশিপ পেয়েছিলেন বিশ্বিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি সেশনে এমএস/এমফিল/পিএইচডি ক্যাটাগরিতে ভৌত বিজ্ঞান গ্রুপে ৩০ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান গ্রুপে ১২ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান গ্রুপে ১৫ জনকে ফেলোশিপের জন্য মনোনীত করা হয়েছে।

এর এমএস ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল (প্রথম বর্ষ) ক্যাটাগরিতে ৬৮ হাজার ৪০০ টাকা ও এমফিল (দ্বিতীয় বর্ষ) ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা এবং পিএইচডি ক্যাটাগরিতে তিন লাখ টাকার গবেষণা সহায়তা পাবেন বলে মন্ত্রণালয়ের ওয়েবাসাইটে উল্লেখ করা হয়।