ঢাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর

মহামারীর সময় নেওয়া আবাসন ফি ও পরিবহন ফি ফেরত দেওয়া হচ্ছে যার যার বিভাগের মাধ্যমে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 05:01 PM
Updated : 11 August 2022, 05:01 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারীতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকালে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত সময়ের জন্য শিক্ষার্থীদের দেওয়া আবাসন ফি এবং পরিবহন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মওকুফ করেছে।

শিক্ষার্থীদের যার যার অর্থ বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে ফেরত দেয়া হবে জানিয়ে সেজন্য তাদের বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

মহামারীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বাস বন্ধ থাকায় ওই ফি মওকুফের দাবি ছিল শিক্ষার্থীদের।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ, পঞ্চম বর্ষ (ফার্মেসী) এবং মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন ফি ও পরিবহন ফি নেওয়া হয়েছিল।