গণেশ বলেন, “স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে পুলিশ কীভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করতে পারে, তার জবাব দিতে হবে।”
Published : 16 Jan 2025, 08:06 PM
আদিবাসী শিক্ষার্থীদের ওপর ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের সংগঠনটি ‘ছাত্রলীগের কায়দায়’ হামলা করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে ডাস চত্বর থেকে উপাচার্য চত্বর হয়ে পুনরায় টিএসসিতে এসে শেষ হয় ছাত্রদলের মিছিল।
গণেশ বলেন, “বুধবার পাঠ্যপুস্তক ভবনের সামনে একদল শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে দাবি আদায় করতে গেলে নামধারী সন্ত্রাসী স্টুডেন্টস ফর সভরেন্টি ছাত্রলীগের কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
“প্রতিবাদে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেলে পুলিশ কোমলমতি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশ শিক্ষার্থীদের মারতে মারতে ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসে।”
উপাচার্য এবং প্রক্টরকে উদ্দেশ করে তিনি বলেন, “স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে পুলিশ কীভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করতে পারে, তার জবাব দিতে হবে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীরা হামলার শিকার হয়, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
“ক্যাম্পাসের ভেতর পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, এর দায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাওন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।