বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের দায়িত্বে রয়েছেন।
Published : 27 Oct 2024, 07:27 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিনা শারমিন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ হতে যাওয়া অধ্যাপক সাবিনা অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগ দেওয়ার দিন থেকে আগামী চার বছর হবে তার দায়িত্বের মেয়াদ।
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে রদবদলের অংশ হিসেবে নতুন কোষাধ্যক্ষ পেল বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক সাবিনা গত ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্বে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।