ঝুঁকিপূর্ণ বিবেচনায় ২০২১ সালে সলিমুল্লাহ মুসলিম হলে আবাসন বরাদ্দ দেওয়া বন্ধ করা হয়।
Published : 14 Jan 2025, 07:21 PM
সংস্কারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে নতুন করে ছাত্রদের আবাসন বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাশাপাশি এই হলে নতুন একটি ভবন নির্মাণেরও সিদ্ধান্ত হয়েছে।
ঝুঁকিপূর্ণ বিবেচনায় ২০২১ সালে সলিমুল্লাহ মুসলিম হলে আবাসন বরাদ্দ দেওয়া বন্ধ করা হয়।
প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন ছাত্রদের সংযুক্তি দেওয়া হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
“২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে নতুন ছাত্রদের সংযুক্তি প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, মেরামত কাজের নকশা প্রণয়ন ও পরামর্শের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) নিযুক্ত করা হয়েছে।
সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণের জন্য প্রকৌশল দপ্তর এরইমধ্যে জরিপকাজ শেষ করেছে।
'ঝুঁকিপূর্ণ' সলিমুল্লাহ হল নিয়ে নতুন ভাবনা ঢাবি কর্তৃপক্ষের