অংশগ্রহণকারীরা দেয়ালিকায় সই করে নিরাপদ সড়ক গড়ে তোলার শপথ নেন।
Published : 22 Dec 2022, 07:51 PM
সড়ক নিরাপত্তার বিভিন্ন নিয়মকানুন ও ঝুঁকি নিরূপণ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ব্র্যাক ইউনিভার্সিটিতে হয়ে গেল এক কর্মশালা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সোশাল ইমপ্যাক্ট ল্যাব ও ব্র্যাক যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, কর্মশালাটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই‘র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের উদ্যমের সাথে কাজ করার যেমন আহ্বান জানান, তেমনই তার সংস্থার তরফে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বাইক ব্যবহারকারী শিক্ষার্থীদের সচেতন করতে ‘বেটার সেফ দেন সর ‘শীর্ষক মুকাভিনয় প্রদর্শিত হয়। কর্মশালায় সুরক্ষা সরঞ্জামের জন্য সার্টিফিকেশনের প্রয়োজনীয়তা তুলে ধরতে শিক্ষার্থীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক রোড সেফটির ডিরেক্টর অব অ্যাডমিনিস্ট্রেশন আহমেদ নাজমুল হোসাইন, ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম ম্যানেজার এম খালিদ মাহমুদ, ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান, সোশাল ইমপ্যাক্ট ল্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৃজন বণিক।
সবশেষে কর্মশালায় অংশগ্রহণকারীরা দেয়ালিকায় সই করে নিরাপদ সড়ক গড়ে তোলার শপথ নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।