ঈদের আগে এক সপ্তাহ বুয়েটে অনলাইনে ক্লাস

দেশে করোনাভাইরাস সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (বুয়েট) ঈদের আগে এক সপ্তাহ স্নাতকোত্তর ও পিএইচডির ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 02:15 PM
Updated : 30 June 2022, 02:15 PM

বৃহস্পতিবার বিকেলে বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “স্নাতকের শিক্ষার্থীদের মিডটার্ম পরীক্ষা গতকাল শেষ হয়েছে। ঈদের আগে তাদের আর ক্লাস নাই। 

“এমএসসি ও পিএইচডির নতুন ব্যাচ শনিবার শুরু হবে। ঈদের আগে এক সপ্তাহ তাদের ক্লাস অনলাইনে নেওয়া হবে। ঈদের পর যথারীতি অফলাইনে ক্লাস হবে।”

বাংলাদেশে কোভিড মহামারীর প্রাদুর্ভাবের পর ২০২০ সালের মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর দুই বছর অনলাইনে চলে ক্লাস।

মহামারী পরিস্থিতির উন্নতি হলে গত বছরের সেপ্টেম্বরে স্বাভাবিক সময়ের মতো শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরু হয়।