ইউজিসির সঙ্গে কাজ করতে চায় এলসেভিয়ার

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে সমঝোতা চুক্তিতে আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2022, 06:12 PM
Updated : 5 June 2022, 06:12 PM

রোববার এলসেভিয়ারের তিন সদস্যের প্রতিনিধি দল ইউজিসির প্রশাসন বিভাগের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এলসেভিয়ারের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র কাস্টমার কনসাল্ট্যান্ট ভিশাল গুপ্ত, সিনিয়র সলিউশন সেলস ম্যানেজার অর্ণব কুমার দে ও একাউন্টস ম্যানেজার ফারাহা সিদ্দিকি।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তি স্বাক্ষরিত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সহজে ও স্বল্পমূল্যে এলসেভিয়ারের ই-রিসোর্স ব্যবহার করতে পারবে।

এ বিষয়ে কোনো চুক্তি সম্পাদিত হলে তা উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে মন্তব্য করে অধ্যাপক আলমগীর বলেন, “গুণগত শিক্ষা ও মানসম্পন্ন গবেষণার জন্য এলসেভিয়ারের উন্মুক্ত রিসোর্সগুলো ব্যবহার করে গবেষকরা সমৃদ্ধ হবেন এবং গবেষণা ক্ষেত্রে কাঙ্ক্ষিত অবদান রাখতে সক্ষম হবেন।”