আইইউবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2022, 05:12 PM
Updated : 22 March 2022, 05:12 PM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মার্চ আইইউবির উপাচার্য তানভীর হাসানের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি দল রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসেও ছিল নানা আয়োজন।

শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিড়ি, রূপগঞ্জ এবং প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের চারশ শিক্ষার্থী আইইউবি মিলনায়তনে কেক কেটে জাতির পিতার জন্মদিন পালন করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম এবং লাইব্রেরিয়ান মোহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী।

এদিন আইইউবি গ্রন্থাগারের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারটিও দিনভর সবার জন্য উন্মুক্ত রাখা ছিল। এই কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রায় দুই হাজার ৩০০ বইয়ের সংগ্রহ রয়েছে।