এনএসইউ সোশাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশাল সার্ভিসেস ক্লাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 01:31 PM
Updated : 20 Jan 2022, 01:31 PM

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ফুটপাতে ও বস্তিতে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

‘উষ্ণতা’ শিরোনামে এ কর্মসূচিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অন্যান্য সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা শীতবস্ত্রও বিতরণ করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন ডিরেক্টর আজমল কবির, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর গৌর গোবিন্দ গোস্বামী এবং রেজিস্ট্রার আহমেদ তাজমীন।

ক্লাবের প্রেসিডেন্ট আহম্মেদ তাহমীদ জামান বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব নানানরকম সামাজিক কার্যক্রমে সর্বদা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। এই শীতে শহরের গৃহহীন হতদরিদ্র মানুষগুলোর মাঝে একটু উষ্ণতা পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, 'উষ্ণতা'”।