আইইউবিতে ওয়েবিনার অনুষ্ঠিত

বিশ্বায়ন ও মহামারীর বৈশ্বিক প্রেক্ষাপটে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 07:27 PM
Updated : 3 August 2021, 05:44 AM

শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যাডাগজি-সিএফপি এই ওয়েবিনারের আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়েবিনারে সিএফপি এর প্রথম গবেষণা পাণ্ডুলিপি তুলে ধরা হয়। এতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের চলমান শিক্ষা ব্যবস্থা এবং অনলাইন শিক্ষার চ্যালেঞ্জ ও তা মোকাবিলায় করণীয় তুলে ধরা হয়েছে।

ওয়েবিনারে গবেষক ও লেখকরা তাদের গবেষণা প্রবন্ধ তুলে ধরেন।

এসময় আরও বক্তব্য দেন আইইউবি এর উপ উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, সিএফপি এর পরিচালক অধ্যাপক ইমতিয়াজ এ হুসাইন।