গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হল আরও এক বিশ্ববিদ্যালয়

মহামারীকালে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সরকার যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে, তাতে যুক্ত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 03:06 PM
Updated : 14 Jan 2021, 03:06 PM

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর টেকনিক্যাল সাব কমিটির প্রথম সভায় জানানো হয়, সর্বশেষ পটুয়াখালী বিশ্ববিদ্যালয়কে নিয়ে এ পর্যন্ত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় টেকনিক্যাল কমিটির তত্ত্বাবধানে এ সংক্রান্ত আরও তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার আবেদন ফি বিকাশ, রকেট, শিওরক্যাশ, নগদ এর মাধ্যমে শিক্ষার্থীরা পরিশোধ করতে পারবে।

এছাড়া সভায় ভর্তি পরীক্ষার জন্য www.gstadmission.org ও www.gstadmission.ac.bd নামে দুটি ডোমেইন কেনার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিটি।

সভায় গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও আইটি বিশেষজ্ঞরা অংশ নেন।