১১ দিন ধরে নিখোঁজ ঢাবি ছাত্র মাজিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্য কোর্সের (ইএমবিএ) শিক্ষার্থী মাজিদুল হক প্রধানের খোঁজ পাওয়া যাচ্ছে না গত ১১ দিন ধরে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 07:15 AM
Updated : 1 Oct 2020, 07:16 AM

মাজিুদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক প্রধানের ছোট ভাই।

বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শিক্ষকদের আবাসিক ভবনে বড় ভাইয়ের সঙ্গেই থাকতেন মাজিদুল।

মাহিদুল জানান, গত ২০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে তার বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তার ছোট ভাই। সেদিন রাত সাড়ে ৮টা থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

আত্মীয়- স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মাজিদুলের সন্ধান না পেয়ে গত ২১ সেপ্টেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহিদুল।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মাজিদুলকে খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি, শিগগিরই একটা ভালো রেজাল্ট দিতে পারব।”

মাজিদুল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন। তবে স্নাতক শেষ করতে পারেননি। পরে একটি বেসরকাররি বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ সান্ধ্য কোর্সে ভর্তি হন।

তাদের বাড়ি গাইবান্ধা সদর থানার চকমামরোজপুর গ্রামে, বাবার নাম মো. জায়দুল হক প্রধান।

কেউ মাজিদুলের সন্ধান পেলে শাহবাগ থানায় অথবা তার ভাই মো. মাহিদুল হক প্রধানের ফোন নম্বরে (০১৭১৯১২৫৫২০) যোগাযোগ করতে অনুরোধ করেছে তার পরিবার।