কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে  টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 01:47 PM
Updated : 22 July 2020, 01:47 PM
কিছুদিন ধরে এ ধরনের তৎপরতা দেখে গত ১ জুলাই শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে র‌্যাব-৩ এর একটি দল চক্রটির মূল হোতাসহ দু’জনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগে আমরা র্যাবের মাধ্যমে দুজনকে আটক করেছি। তাদের পরিচয় উদঘাটনে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।”

গ্রেপ্তাররা হলেন- মাসুম রানা রনি (২৪), ও মো. আব্দুর রহিম সাদেক (২২)।

তাদের বিরুদ্ধে বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।