আইইউবিএটিতে বিতর্ক প্রতিযোগিতা

স্কুল-কলেজ পর্যায়ের ৭০টি দল নিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস্ এগ্রিকালচার এন্ড টেকনোলজিতে (আইইউবিএটি) জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2020, 03:17 PM
Updated : 10 March 2020, 03:17 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইইউবিএটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষ হয় ১ মার্চ।

ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৩০টি স্কুল এবং কলেজের মোট ৪০টি দল অংশগ্রহণ করে।এটি এই প্রতিযোগিতার দ্বিতীয় আসর।

প্রতিযোগিতার ফাইনালে রাউন্ডে আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ।

বিজয়ী এবং রানার্স আপ দলকে ট্রফি এবং নগদ অর্থ দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক আলমগীর। বিশেষ অতিথি  ছিলেন আইইউবিএটি কোষাধ্যক্ষ এবং ডিবেটিং ফোরাম অব আইইউবিএটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মনিরুল ইসলাম।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুর রব।