আইইউবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে সেমিনার

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউইবি) জলবায়ু পরিবর্তন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 03:10 PM
Updated : 4 March 2020, 03:10 PM

‘ইউনাইটেড নেশন্স ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জে (ইউএনএফসিসি) আইইউবি’র ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) ভূমিকা এবং ২৬তম জলবায়ু সম্মেলনের (কপ-২৬) জন্য কর্মপরিকল্পনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির আইসিসিসিএডির পরিচালক অধ্যাপক সালিমুল হক।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে তাই এ বিষয়ে উচ্চমানের গবেষণা এবং পাঠ্যক্রমের ওপর জোর দিতে হবে।

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে সকল সহযোগীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি। স্থানীয় পর্যায়ে পরিবেশগত পরিবর্তনের সরাসরি প্রভাব থাকলেও এর মোকাবেলায় সামর্থ্যের অভাব রয়েছে বলে মনে করেন সালিমুল হক।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক আব্দুল খালেক। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন, আইইউবিয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল কাদির এবং আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।

পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন শিক্ষক, গবেষক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি এবং আইইউবির শিক্ষার্থীরা।

সেমিনারে আইইউবির বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।