ঢাবিতে কোরিয়া-বাংলা সংস্কৃতি বিনিময় আয়োজন মঙ্গলবার

দক্ষিণ কোরিয়ার হ্যাংসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাকসুর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম’।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 01:46 PM
Updated : 24 June 2019, 01:46 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের কথা জানান ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।

মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

সংবাদ সম্মেলনে বলা হয়,  আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আসিফ তালুকদার বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে আলোচনা ছাড়াও থাকবে গান, নৃত্যসহ অন্যান্য আয়োজন।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, মাইম অ্যাকশন, ব্যান্ড সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।