সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে সহায়তা দেবে চীনের উহান ইন্সটিটিউট

গবেষণা ক্ষেত্রে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে সহায়তা দেবে চীনের উহান ইন্সটিটিউট অব টেকনোলজি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2019, 02:32 PM
Updated : 20 June 2019, 02:32 PM

বুধবার রাজধানীর বনানীতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা পাঠ গ্রহণ ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি এম কামাল উদ্দিন চৌধুরী, উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দীন, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এ এফ এম মফিজুল ইসলাম, উপ-উপাচার্য আবু তাহের, রেজিস্ট্রার কাজী ফকরুদ্দিন আহমেদ এবং উহান ইন্সটিটিউট অব টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট ফাং ওয়েনহাই ও ইন্টারন্যাশনাল এডুকেশন স্কুলের ডিন পেং শিউ উপস্থিত ছিলেন।