আইইউবির অধ্যাপক মাহবুব আলম মারা গেছেন

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের  ডিন ড. মাহবুব আলম আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2019, 11:28 AM
Updated : 27 April 2019, 11:28 AM

একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বার্মিংহামের একটি হোটেলে গত বুধবার (২৪ এপ্রিল) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মা, স্ত্রী, ৪ ভাই, ৩ বোন, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহবুব আলম ২০০৪ সালের ৪ জুলাই আইইউবিতে যোগ দেন। ২০১৬ সালের জানুয়ারি থেকে তিনি স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিনের  দায়িত্ব পালন করছিলেন।

একইসঙ্গে আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকের  দায়িত্ব পালন করছিলেন তিনি । ড. আলম সোস্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিস বিভাগের প্রধান হিসেবেও ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

লোক সংগীতের গুণী শিল্পী ও একনিষ্ঠ ভক্ত এবং সংগ্রাহক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন।

মাহবুব আলমের অকাল মৃত্যুতে আইইউবির এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচার ডেভলাপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি) এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা  শোক জানিয়েছেন।

তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।