রোকেয়া হলের ভোট এক ঘণ্টা বিলম্বিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট বাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদে রোকেয়া হলে ভোটগ্রহণ এক ঘণ্টা বিলম্বিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 05:01 AM
Updated : 11 March 2019, 05:59 AM

সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও মেয়েদের রোকেয়া হলে তা শুরু হয় সকাল ৯টায়।

১৮টি হল মিলিয়ে এ নির্বাচনের ভোটার রয়েছেন মোট ৪৩ হাজার ২৫৫ জন। এর মধ্যে রোকেয়া হলের ভোটার ৩ হাজার ৭১৮ জন।  

বাম সংঠনগুলোর প্যানেল থেকে এ হলের জিএস প্রার্থী মনিরা দিলশাদ অভিযোগ করেন, সকালে ভোটগ্রহণ শুরুর আগে খালি ভোট বাক্স প্রার্থীদের দেখিয়ে সিলগালা করার দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাতে কর্ণপাত করেননি।

ব্যালট বাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু হয় এক ঘণ্টা দেরিতে। পরে বাইরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।

ব্যালট বাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু হয় এক ঘণ্টা দেরিতে। পরে বাইরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।

“ভোটবাক্স খালি দেখালেও তিনি আমাদের সামনে সিলগালা করতে চাননি। এ নিয়ে বাদানুবাদ হয়। তিনি বারবার আমাদের বলছিলেন, তোমরা এমন কিছু করতে চাইলে আমাকে লিখিতভাবে জানাও। পরে দু-একজন সাংবাদিককে নিয়ে আমরা তার কাছে গেলে তিনি তাদের সামনে পরে ভোটবাক্স সিলগালা করেন।”

হলের সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ইয়াচমীন আক্তার বলেন, “আঠারোটি হলের মধ্যে আমাদের হলেই সবচেয়ে বেশি ভোটার । সে হিসেবে নয়টি ব্যালট বাক্স আসার কথা, কিন্তু এসেছে মাত্র ছয়টি। বাকি তিনটির কোনো হদিস নেই।”

দেরিতে ভোটগ্রহণ শুরুর বিষয়ে কথা বলতে গেলে কোনো মন্তব্য করতে রাজি হননি রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তা ফারহানা ফেরদৌসী ও প্রভোস্ট জিনাত হুদা।