ইউল্যাবের নতুন উপ-উপাচার্য সামসাদ মর্তূজা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপ-উপাচার্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সামসাদ মর্তূজা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2018, 04:09 PM
Updated : 10 Sept 2018, 04:09 PM

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার অধ্যাপক সামসাদ মর্তূজাকে ওই পদে নিয়োগের আদেশ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ছুটি নিয়ে ২০১৬ সালের অগাস্টে ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের প্রধান হিসেবে যোগ দেন সামসাদ মর্তূজা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা মর্তূজার কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতার মাধ্যমে। পরে ১৯৯৪ সালে জাহাঙ্গীরনগরেই তিনি শিক্ষকতা শুরু করেন।

ফুলব্রাইট স্কলার হিসেবে তিনি ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে আমেরিকান ইন্ডিয়ান স্টাডিজে মাস্টার্স করেন। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে বার্কবেক কলেজে করেন ডক্টরেট।

সিনিয়র ভিজিটিং ফুলব্রাইট পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতেও (ইউসিএলএ) কাজ করেছেন সামসাদ মর্তূজা।