ঢাবিতে ৪১ দিনের ছুটি শুরু

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী রোববার থেকে ৪১ দিনের ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 07:36 PM
Updated : 20 May 2018, 07:36 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন ছুটি, জুমাত-উল-বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ৪১ দিনের ছুটি ভোগ করতে যাচ্ছেন শিক্ষার্থীরা। 

শ্রেণি কার্যক্রম বন্ধ নিয়ে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে আগামী ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।

২৯ জুন শুক্রবার ও ৩০ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১ জুলাই রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীদের জন্য এই ছুটি লম্বা হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের  কর্মকর্তা ও কর্মচারীরা ছুটি পাচ্ছেন মাত্র আট দিন।

অফিস বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আগামী ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।