“উপদেষ্টাদের বলতে চাই, আপনারা আওয়ামী দোসরদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে পারছেন না। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন।“
Published : 23 Oct 2024, 05:32 PM
সরকার পতনের আড়াই মাসের মাথায় আওয়ামী লীগের পক্ষে একটি বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যার প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ।
বুধবার ভোরে মধুর ক্যান্টিন থেকে আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ওই মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে মিছিলে অংশগ্রহণকারীদের মুখে মাস্ক থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
মিছিলকারীদের ‘জনযুদ্ধের দেশটা শেষ, কোথায় আমার বাংলাদেশ’ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লাল সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’ ইত্যাদি স্লোগান তুলে তাদের মধুর ক্যান্টিন ছাড়তে দেখা যায় ভিডিওতে।
দুপুরে মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ ও দলের সবকটি অঙ্গসংগঠনকে নিষিদ্ধ এবং ক্যাম্পাসে মিছিলকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আরো কয়েকটি দাবিদাওয়া তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।
ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রলীগ আগে সরাসরি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত এখন তারা মুখ ঢেকে গোপনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে যাচ্ছে।“
আহ্বায়ক সানাউল্লাহ হক বলেন, “আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শেখ হাসিনা কখনো দেশে ফিরতে পারবে না। কখনো ফিরলেও তাকে ছাত্রসমাজ আইনের হাতে সোপর্দ করবে।
“রাষ্ট্রপতিকে দিয়ে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চক্রান্ত চলছে। আমরা অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছি।“
দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ারও দাবি জানান সানাউল্লাহ হক।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগ আজকে মুখোশ পরে জঙ্গি স্টাইলে মিছিল করেছে। এর ফলে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে মুখোশধারীদের গ্রেপ্তার করতে হবে।
“উপদেষ্টাদের বলতে চাই, আপনারা আওয়ামী দোসরদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে পারছেন না। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন।“
সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের ‘পুনর্বাসন সম্ভব না’ মন্তব্য করে ইয়ামিন বলেন, “যারা গণহত্যা করেছেন ও দোসরদের রাজনীতি এদেশে হবে না।”
রাষ্ট্রপতি পদত্যাগ না করলে ছাত্রজনতা ‘বঙ্গভবনে যাবে’ ঘোষণা দিয়ে ইয়ামিন বলেন “যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যাব। এসময় কোনো কথা শোনা বা মানা হবে না।“
এ সময় তিনি, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা সবাইকে নিয়ে একটি রাজনৈতিক সরকার গঠনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার নেতারাসহ, ঢাকা মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।