প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
‘কুইজ বাজ’ শ্রেণিতে যৌথভাবে দ্বিতীয় হন সুলতান মাহমুদ ও শহিদুল ইসলাম।
Published : 14 Apr 2025, 01:13 AM
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের “জামেলুর রেজা চৌধুরী মেমোরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায়” পুরস্কার জিতেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
রোববার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট, কুয়েট, রুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এদের মধ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘অটোক্যাড’ প্রতিযোগিতায় তৃতীয় এবং ‘কুইজ বাজ’ শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুইজ বাজ ইভেন্টে মো. সুলতান মাহমুদ ও মো. শহিদুল ইসলাম যুগ্মভাবে ২য় স্থান অর্জন করেন। অন্যদিকে মশিউর রহমান অটোক্যাড প্রতিযোগিতায় হন তৃতীয়।
প্রতিযোগিতার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. শামীম জামান বসুনিয়া।